বাংলাহান্ট ডেস্কঃ ‘আসন্ন পুরভোটে বিপুল ভোটে বিজয়ী হবে বিজেপি’- এমনই মন্তব্য করলেন মুকুল রায় (Mukul Roy)। একথা বলার সঙ্গে সঙ্গেই তাঁকে মনে করিয়ে দেওয়া হল, ওটা বিজেপি নয়, তৃণমূল হবে। তখন তাঁর বক্তব্য, ‘তৃণমূল জিতবে তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল’। মুকুল রায়ের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি বোলপুরে পৌষমেলায় গিয়েছিলেন মুকুল রায়। সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডল-সহ জেলার তৃণমূল নেতারা। সার্কিট হাউস থেকে বেরোনর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, ‘আসন্ন পুরভোটে বিপুল ভোটে বিজয়ী হবে বিজেপি’। তখন পাশ থেকে তাঁকে মনে করিয়ে দেওয়া হয়, ওটা বিজেপি নয়, তৃণমূল হবে। তখনও নিজের বক্তব্যেই অনড় থেকে তিনি বলেন, ‘তৃণমূল জিতবে তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল’।
মুকুল রায়ের এমন মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) জানান, ‘মানসিক সমস্যার কারণেই এমন মন্তব্য করেছেন মুকুল রায়। বোলপুরে মুকুল রায়ের বলা কথার অনুমোদন করে না দল। দল কখনই এইধরনের কথা সমর্থন করে না, আর এটা দলের কথাও নয়। হয়ত মানসিক ভারসাম্যের সমস্যা হওয়ার কারণে এমন মন্তব্য করেছেন তিনি’।
অন্যদিকে এবিষয়ে মুকুল পুত্র শুভ্রাংশুর বক্তব্য, ‘আজ দলের কোন অনুষ্ঠান বা প্রোগ্রাম ছিল না। মা চলের যাওয়ার পর এবং কোভিডের পর বাবার পটাশিয়াম-সোডিয়াম লেভেলটাও ওঠানামা করছে। কি করছে, কি বলছে, বুঝতেই পারছে না। ডাক্তার বাবাকে একটু বেরোতে বলেছেন। আপনাদের অনুরোধ করব, এসবগুলো বেশি করে দেখাবেন না। বাবার মানসিক অবস্থা ঠিক নেই’।