বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত হল ২০২০-২১ সালের সুশাসন তালিকা। শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই তালিকা থেকে দেখা গেল কোন রাজ্য কোথায় রয়েছে। সেখানে দেখা গিয়েছে, সূচক ১২ শতাংশেরও বেশি বেড়ে গিয়ে গুজরাট (gujarat) রয়েছে তালিকার শীর্ষে। কিন্তু বাংলা রয়েছে সবথেকে নীচে।
সেই তালিকায় সূচকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র এবং গোয়াও। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লী রয়েছে শীর্ষে। সুশাসনের দিকে দেখা গিয়েছে বাংলার অনেক আগে এগিয়ে রয়েছে বিহার, ঝাড়খণ্ডও। সুশাসনের দিক থেকে ২০১৯-২০ সালে সূচকের তুলনায় এই বছর প্রায় ২৪.৭ শতাংশ বেড়েছে গোয়ার সূচক।
অন্যদিকে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও প্রায় ৯ শতাংশ সূচক বেড়েছে ২০১৯ সালের থেকে। এই তালিকায় দেখা গিয়েছে, দশম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠ এসেছে গোয়া। এই রাজ্যে ভালো ফল দেখা গিয়েছে কৃষি, শিল্প, জনস্বাস্থ্য, জনপরিকাঠামো, আর্থিক পরিচালনব্যবস্থায়।
শিক্ষা, আইনব্যবস্থা, সামাজিক ন্যায়, জনপরিকাঠামো ক্ষেত্রে ভালো ফল করে ১২.৩ শতাংশ সূচকের নিরিখে প্রথম স্থানে উঠে এসেছে গুজরাট। ১২.৬ শতাংশ সূচক বেড়েছে ঝাড়খণ্ডে এবং ১.৭ শতাংশ বেড়েছে রাজস্থানের। তবে জানা গিয়েছে, শুধুমাত্র পরিকাঠামো ও জনপরিষেবা ক্ষেত্রে বেশি ভালো ফল করেছে বাংলা।
এই বিষয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ‘রাজনৈতিক ক্ষতির মুখেও মোদী সরকারের নেওয়া এই সিদ্ধান্ত জনগণের জন্য ভালো। এই সরকার পরিস্কার এবং স্বচ্ছ প্রশাসন হওয়ায়, মোদী সরকারের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ নেই। প্রমাণ হিসেবেই সুশাসন তালিকাকে প্রকাশ করা হয়েছে’।
তবে বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় জানান, ‘সামনে নির্বাচনের পূর্বে সরকারের মনগড়া রিপোর্ট এটা। সেই কারণে বিজেপি শাসিত রাজ্যগুলিকে ভালো করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কদিন আগেই কিন্তু দেখা গিয়েছিল শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে প্রথম হয়েছে বাংলা’।