বাংলাহান্ট ডেস্ক: টলিউড থেকে বলিউডে গিয়ে যে অভিনেতারা বাঙালির নাম উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম যিশু সেনগুপ্ত (jisshu sengupta)। টিনসেল টাউনের একাধিক প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। একই সঙ্গে টলিউডেও তিনি সমান সক্রিয়। শুধু অভিনয় নয়, সঞ্চালনাতেও দর্শকদের প্রিয় যিশু।
টলিউডে অভিনেতার প্রিয় পরিচালকদের তালিকায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (srijit mukherjee)। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দুজনে। দুজনের বন্ধুত্বর কথা যেমন সকলে জানে, তেমনি তাঁদের বিবাদ, মনোমালিন্যও চর্চার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
যেমন ‘লহ গৌরাঙ্গের নাম’ ছবিকে নিয়ে নাকি বিবাদে জড়িয়েছেন সৃজিত যিশু। অভিযোগ উঠেছিল, যিশুকে চৈতন্যর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েও পরে আর ডাকা হয়নি তাঁকে।
আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি সৃজিতের ছবির জন্য আলাদা করে সময় বার করতে পারেননি তিনি। তাতেই অভিমান হয় পরিচালকের। পরবর্তীকালে একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সৃজিত দাবি করেছেন যে, চৈতন্য হিসাবে যিশু নাকি তাঁর প্রথম পছন্দ ছিলেন না। যিশু বলেন, সৃজিত যদিও বলেছেন যে তিনি এমন কিছুই বলেননি। তবে তিনি এমন আরো কিছু বলেছেন যা বলা উচিত হয়নি বলেই মত যিশুর।
অভিনেতা স্পষ্ট জানান, মনোমালিন্য হলে তাঁরা নিজেদের সময় দেন। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। তবে যিশুর কথায়, “আমি ক্ষমা করে দিই ঠিকই। কিন্তু কিছুই ভুলি না আমি।” সংবাদ মাধ্যমের তরফে যিশুর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, আদিত্য চোপড়া যদি ছবির প্রস্তাব দেন তবে কি তাঁর ডাক উপেক্ষা করে সৃজিতের ছবিতে কাজ করবেন?
উত্তর দিতে দ্বিধা করেননি যিশু। আদিত্য চোপড়াকেই বেছে নেবেন বলে জানান তিনি। তাঁর বক্তব্য, সৃজিত বড় মাপের ছবি করেন অবশ্যই। তবে আদিত্য চোপড়ার কাছাকাছি তো নয়। কারণ আদিত্য চোপড়ার সঙ্গে যশরাজের নাম রয়েছে। সৃজিতের সঙ্গে সেটা নেই। পাশাপাশি বাজেটটাও একটা বড় সমস্যা বলে মত যিশুর।