টিম ইন্ডিয়া আর মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে প্রতারণা! টুইটারে ক্ষোভ উগরে দিলেন ক্রিকেট প্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে আপাতত চালকের আসনে ভারত। ভারতীয় ওপেনারদ্বয় লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল দুর্দান্ত শুরু করেছিলেন ভারতের হয়ে। কিন্তু তিনি ৬০ রান করে আউট করার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে দেখা গেছে আফসোসের সুর। অনেকেরই বক্তব্য ময়ঙ্ক আগরওয়ালের এই ইনিংসটি আরও দীর্ঘ হতে পারত, কিন্তু রিভিউ সিস্টেমে বড় গলদ থাকার কারণে তা হয়ে ওঠেনি।

দুর্দান্ত ব্যাটিং করতে থাকা ময়ঙ্ক-কে ফিরতে হয়েছিল লুঙ্গি এনগিডির বলে আউট হয়ে। ৪১তম ওভারে লুঙ্গি এনগিডির ওভারের তৃতীয় বলটিতে পরাস্ত হন ময়ঙ্ক। এই বলটি ছিল কিছুটা খাটো লেন্থের। বলটি আগারওয়ালের প্যাডের ওপরের দিকে আছড়ে পড়েছিল। আম্পায়ার ইরাসমাসের পাশাপাশি সবার মনে হয়েছিল বল উইকেট মিস করবে। কিন্তু তারপর অনফিল্ড আম্পায়ারের ডিসিশন রিভিউ করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। রিপ্লেতে আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে বল লেগেছে লেগ-স্টাম্পে।

mayank rahul sa

তবে অনেকেরই মতে এই বলটি আম্পায়ারের কল মেনে ময়ঙ্কের ছাড় পাওয়া উচিত ছিল। বল ট্র্যাকারে দেখা যায় অর্ধেকের বেশি বল লেগ-স্টাম্প মিস করেছিল। আম্পায়ার ইরাসমাসকে যখন সিদ্ধান্ত পরিবর্তন করতে বলা হয়েছিল তখন অনেকেই অবাক হয়েছিলেন। এরপরই মাঠের বাইরে চলে যান আগরওয়াল। তার মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়। অনেকেই বলেছেন যে বল ট্র্যাকিং টেকনোলজি নিয়ে অতীতেও সন্দেহ ছিল, এই ঘটনা সেই বিতর্ক আরও উস্কে দিল।

দুর্দান্ত ব্যাটিং করার পর ১১৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। রাহুল এবং মায়াঙ্ক একসঙ্গে ভারটের ইনিংসকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ময়ঙ্কের পর পূজারা এবং কোহলিকেও দ্রুত হারিয়েছিল ভারত। কিন্তু ক্রিজে টিকে থেকে শতরান করেন লোকেশ রাহুল। তার এবং রাহানের ৪০ রানের দৌলতে প্রথম দিনের খেলা শেষে ভারত তিন উইকেটে ২৭২ রান করে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর