ওমিক্রন আতঙ্কে কাঁপছে বাংলা, প্রয়োজনে কঠোর করোনাবিধি জারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ ওমিক্রন (omicron) আতঙ্কে কাঁপছে বাংলা (west bengal)। দেশের অন্যান্য রাজ্যের মত, এবার বাংলাতেও হানা দিয়েছে ওমিক্রন। ইতিমধ্যেই সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে কলকাতাতেও। এবিষয়ে এবার বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পূর্বে এই বিষয়ে বৈঠক হলেও, সোমবার নবান্ন থেকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অনেকেই বাইরে থেকে ওমিক্রনে আক্রান্ত হয়ে রাজ্যে এসেছেন। এই পরিস্থিতিতে করোনা বিধি অবশ্যই মান্য করতে হবে। তবে এখনই খুব বেশি কড়াকড়ির দরকার নেই, প্রয়োজনে আগের মতো বিধিনিষেধ জারি করা যেতে পারে’।

maha omicron 1639407334930 1639407335089

পূর্বে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেছিলেন, ‘যেহারে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে, তাতে করে আসন্ন ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ঝড়ের গতিতে বাড়তে পারে। তাই বেশি অপেক্ষা না করে, জেলায় জেলায় কোভিড টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিং বাড়াতে হবে। দ্বিতীয় ঢেউয়ের সময় যেভাবে কোভিড বিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে’।

সেইসঙ্গে তিনি আরও বলেন, প্রয়োজনে এলাকা চিহ্নিত করে কনটেইনমেন্ট জোন তৈরি করা যেতে পারে। বিদেশ ফেরত যাত্রীদের করাতে হবে আরটি-পিসিআর টেস্ট। কোভিড পজিটিভদের গাইডলাইন মাফিক নিয়ম মেনে তবেই ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। বাড়াতে হবে হাসপাতালে কোভিড বেড, কোভিড টেস্ট, ট্রেসিং, ব্যবহার করতে হবে মাস্ক। আর মাস্ক না ব্যবহার করলে, কড়া ব্যবস্থা নেবে পুলিশ। সেইসঙ্গে কনট্যাক্ট ট্রেসিং-র মাধ্যমে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সংখ্যাও জানা যাবে।

Smita Hari

সম্পর্কিত খবর