বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শিল্পপতিদের মধ্যে রতন টাটা একটি অন্যতম উল্লেখযোগ্য নাম। দেশের গন্ডী ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানাতেও তিনি সপ্রতিভ। ১৯৩৭ সালে সুরাটে ঠিক আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন টাটা গ্রূপের কর্ণধার। রতন টাটার পিতা ছিলেন নভাল টাটা। পারিবারিক সূত্রে একদম ছোট থেকেই তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেছেন ব্যবসাকে। পাশাপাশি, তিনি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচার এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেন। আসুন, বিখ্যাত এই শিল্পপতির জন্মদিনে জেনে নিই তাঁর সম্পর্কে ১০ টি চমকপ্রদ তথ্য:
১. রতন টাটা হলেন নভাল টাটার ছেলে, যিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজি টাটার দত্তক নেওয়া নাতি।
2. রতন টাটা গুজরাটের অন্যতম ধনী পরিবারের ছেলে হলেও তার শৈশব খুব একটা ভালো কাটেনি। তার কারণ ছিল রতনের বাবা-মা, বিচ্ছেদের কারণে তাঁরা আলাদা থাকতেন।
৩. তাই ছোটবেলা থেকে রতন বড়ো হন তাঁর দিদার কাছে। তবে, পরবর্তীকালে পড়াশোনার জন্য তিনি মুম্বাই যান।
৪. মুম্বাইতে পড়াশোনা শেষ করার পর, রতন টাটা কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন।
৫. তিনি ১৯৬১ সালে প্রথম টাটা গ্রূপের স্টিল কোম্পানিতে যোগ দেন।
৬. রতন, টাটা গ্রুপের পঞ্চম চেয়ারম্যান হন। উল্লেখযোগ্যভাবে, টাটা গ্রুপে মাত্র ৬ জন চেয়ারম্যান রয়েছেন, যার মধ্যে ২ জন টাটা পরিবারের সদস্য নন। পাশাপাশি, সমস্ত দিক থেকে টাটা গ্রুপকে দেশের সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি বলে মনে করা হয়।
৭. টাটা গ্রূপ সর্বপ্রথম বিতর্কে পড়েছিল যখন তারা কোম্পানি থেকে তাদের ষষ্ঠ চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীকে বরখাস্ত করে।
৮. সাইরাস মিস্ত্রীকে অপসারণের পর রতন টাটা কিছু সময়ের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
৯. ১৯২৭ সালে ভারতে প্রথমবারের মতো লবণ তৈরির কাজ শুরু হয়েছিল গুজরাটের ওখাতে, যেটি ১৯৩৮ সালে জেআরডি টাটা কিনেছিলেন এবং তার সাথে সাথেই শুরু হয়েছিল টাটা সল্টের পথচলা।
১০. ২০০৮ সালে, রতন টাটা মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি “ন্যানো” চালু করেছিলেন। আসলে, রতন এই স্বপ্নটি দেখেছিলেন ১৯৯৭ সালে, যাতে একজন সাধারণ মানুষ মাত্র ১ লক্ষ টাকায় একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…