বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) আরও দুটি করোনার ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জরুরী উদ্দেশ্যে কোভোভ্যাক্স এবং Corbevax-কে অনুমোদন করেছে। এ ছাড়া অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভিরও (Molnupiravir) অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এই তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন যে, Corbevax ভ্যাকসিন হল ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। এটি হায়দ্রাবাদ ভিত্তিক ফার্ম বায়োলজিক্যালস-ই তৈরি করেছে। এটি ভারতে তৈরি তৃতীয় ভ্যাকসিন। একই সময়ে, কোভোভ্যাক্স তৈরি করবে পুনে-ভিত্তিক ফার্ম সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
https://twitter.com/mansukhmandviya/status/1475699946544570372
জানিয়ে রাখি, ভারতে এখনও পর্যন্ত করোনার আটটি ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। এর মধ্যে ভারতের দেশীয়ভাবে তৈরি কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভ্যাকসিনও রয়েছে। ভারতে সর্বোচ্চ সংখ্যক কোভিশিল্ড ডোজ দেওয়া হয়েছে। এই দুটি ভ্যাকসিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়াও রাশিয়ার স্পুটনিক ভি, স্পুটনিক লাইট, আমেরিকার ফাইজারের করোনা ভ্যাকসিন এবং জনসন অ্যান্ড জনসনকেও জরুরি অবস্থার জন্য ভারতে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও, ভারতীয়রা জাইডাস ক্যাডিলা ভ্যাকসিনের ডোজও গ্রহণ করছে।