সৌরজগতের মধ্যেই লুকিয়ে রয়েছে “দ্বিতীয় পৃথিবী”, খুঁজতে ব্যস্ত বিজ্ঞানীরা

বাংলা হান্ট ডেস্ক: সৌরজগত নিয়ে মানুষের জানার শেষ নেই। অসীম এই বিশ্বব্রহ্মাণ্ডের সিংহভাগই এখনও অজানা সকলের কাছেই! তবে, দিন দিন মানুষের জানার ইচ্ছে এবং উন্নত প্রযুক্তির ওপর নির্ভর করেই ক্রমশ একটু একটু করে উন্মোচিত হচ্ছে মহাকাশের রহস্য। এবার, সেই রহস্যের সূত্র ধরেই মনে করা হচ্ছে যে, সৌরজগতের “তৃতীয় অঞ্চলে” (থার্ড জোন) পৃথিবীর একটি “যমজ গ্রহ” থাকতে পারে!

“Annual Review of Astronomy and Astrophysics”-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, মহাকাশের থার্ড জোনেই রয়েছে পৃথিবীর একটি “যমজ গ্রহ”। প্রসঙ্গত, বহুদিন ধরেই সৌরজগতের নবম গ্রহের সন্ধান চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। সেই সন্ধানের ভিত্তিতেই নতুন এই তথ্য হাতে পেয়েছেন তাঁরা। “থার্ড জোন” হল মহাকাশের একটি অঞ্চল, যা নেপচুন ছাড়িয়ে আরও সুদূর মহাকাশে বিস্তৃত। বিজ্ঞানীদের অনুমান, এই অঞ্চলেরই কোথাও পৃথিবীর “যমজ গ্রহ” থাকতে পারে।

IMG 20211228 183059

পাশাপাশি, বিজ্ঞানীরা আরও মনে করছেন যে, এই গ্রহটি পৃথিবী এবং সূর্যের কাছাকাছি অবস্থান করতে পারে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির দুই বিশেষজ্ঞ মাইক ব্রাউন এবং কনস্ট্যান্টিন ব্যাটিগিন এই নিয়ে গবেষণা করছেন। একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্রাউন দাবি করেছেন যে, এই গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ৬ গুণ বড় হতে পারে। যদিও গ্রহটি পৃথিবীর মতো পাথুরে নাকি নেপচুনের মতো ভারী গ্যাসের মিশ্রণ, তা নিয়ে এখনও স্পষ্টকিছু জানা যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর