কুম্ভমেলায় সব টাকা দেয়, গঙ্গাসাগরে জন্য ১ পয়সাও দেয়না কেন্দ্র, মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রী মমতার

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে তিনদিনের গঙ্গাসাগর (Gangasagar) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সেখানে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির আশ্রম থেকে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘কুম্ভ মেলার থেকে কোন অংশে কম পবিত্র নয় এই মেলা। কথায় বলে না- সব তীর্থ বারবার/ গঙ্গাসাগর একবার। এই  মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমরা অনেকবার কেন্দ্রকে চিঠি লিখেছি, কিন্তু সাড়া পাইনি। দ্রুতই জাতীয় মেলা বলে ঘোষণা করা উচিত এই মেলাকে’।

95ad93ce 2d5e 4c84 9f29 7286e5a52620

তিনি আরও বলেন, ‘প্রতি বছর ২০ থেকে ৩০ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। একমাত্র জলপথই হল রাস্তা। আগে থাকার জায়গাও ছিল না, এখন সবই হয়েছে। আবার প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠে, নতুন করে ঘুরেও দাঁড়িয়েছে। কেন্দ্রকে বহুবার মেলায় যাতায়াতের জন্য একটি ব্রিজ বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রেও কোন সাড়া পাইনি। তবে আমরা আমাদের কাজ করব এবং টাকাপয়সা হলে ব্রিজটা বানাবো’।

এদিন কেন্দ্রের প্রতি ক্ষিপ্ত হয়ে গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভমেলার তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকার কুম্ভমেলায় সব টাকা দেয়। আর এখানে কোন টাকাই দেয় না। কুম্ভমেলা সুয়োরানি হলে, দুয়োরানি কি তাহলে গঙ্গাসাগর? একটু সময় পেলে, আমরা আমাদের কাজ ঠিক করে নিতে পারব’।

95ad93ce 2d5e 4c84 9f29 7286e5a52620

মঙ্গলবার আবার মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে এক ভবিষ্যৎবাণী করলেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত বলেন, ‘মমতাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। প্রধানমন্ত্রী হিসাবে তাকেই দেখতে চাই আমরা’।


Smita Hari

সম্পর্কিত খবর