বছর শেষে বেড়ুবেড়ু, যুগল পোশাকে সেজে যশের হাত ধরে ঘুরতে চললেন নুসরত

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই কাশ্মীরে হানিমুন সেরে ফিরেছেন নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্ত (yash dasgupta)। কলকাতায় ফিরে একসঙ্গে শুটিংয়ের কাজ সামলাতে হয়েছে দুজনকে। কিন্তু এখন বছরের শেষ। দুদিন পরেই নতুন বছর। নতুন জীবনে পা রেখেছেন নুসরতও। যশকে ভালবেসে এখন তিনি ঈশানের মা। এসেছে নতুন দায়িত্ব। তবুও জীবনটাকে তো চুটিয়ে উপভোগ করতে হবে নাকি?

তাই ‘স্বামী’র হাত ধরে ফের বেড়ুবেড়ু করতে বেরিয়ে পড়লেন নুসরত। উড়ে যাচ্ছেন অজানা গন্তব‍্যে। নতুন বছরকে স্বাগত জানাবেন সেখানেই। তার আগে যশের সঙ্গে ম‍্যাচিং পোশাকে ছবি শেয়ার করলেন নুসরত‌। অভিনেত্রীর পরনে সবুজ শীতের পোশাক ও কালো ট্র‍্যাক প‍্যান্ট। একই রকমের পোশাক পরেছেন যশও। তবে তাঁর শীতের পোশাকের রঙ নীল। সামনে আবার তিনটি টেডি বিয়ার প্রিন্ট করা। চোখে দুজনেই এঁটেছেন সানগ্লাস।

Screenshot 2021 12 29 16 49 09 270 com.instagram.android
এটাই নাকি তাঁদের এয়ারপোর্ট লুক, জানিয়েছেন নুসরত। একটি সেলফিও শেয়ার করেছেন অভিনেতা। সঙ্গে জানিয়েছেন ঘুরতে যাচ্ছেন তাঁরা। তবে কোথায় যাচ্ছে, ছেলে ঈশানকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কিনা সেসব কিছুই জানা যায়নি। নেটিজেনদের প্রশ্নেরও কোনো উত্তর দেননি যশরত।

https://www.instagram.com/p/CYDjb58P_LJ/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, আজই সম্প্রচারিত হবে নুসরতের টক শো ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’এর নতুন পর্ব। সেখানে অতিথি হয়ে আসছেন যশ। দর্শকদের সঙ্গে অভিনেতার পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার একমাত্র পছন্দ’। নুসরত ফাঁস করে দেন, যশই নাকি তাঁকে বলেছিলেন তাঁর সঙ্গে পালিয়ে যেতে।
এরপর নুসরতের কোনো একটি কথার উত্তরে যশের বক্তব‍্য, কারোর যদি নিজের স্ত্রীর জন‍্য বাড়ি ফিরতে ইচ্ছা না হয় সে ফিরবে না। অন‍্য কোথাও যাবে।

যশের কথা শুনে হেসে ওঠেন নুসরত। তবে এই কটাক্ষটা তিনি কার উদ্দেশে করেছেন তা এই টিজার থেকে স্পষ্ট নয়। এদিন অভিনেতা আরো বলেন, তিনি বুঝেছেন যে সম্পর্কে দুজন মানুষের মধ‍্যে তৃতীয় ব‍্যক্তি আসলেই যত সমস‍্যা শুরু হয়। উত্তরে নুসরত বলেন, “আমাদের ব‍্যাপারে কিছু ভাল ভাল বল”। সঙ্গে সঙ্গে যশের দাবি, “আমাদের ব‍্যাপারে অন‍্যরা ভাল বলে না আমি কীকরে বলব?” নুসরত অবশ‍্য স্বীকার করেই নিলেন, “আমি তোমার প্রেমে পড়লাম। আর বাকিটা ইতিহাস।”

Niranjana Nag

সম্পর্কিত খবর