চোখ রাঙাচ্ছে ওমিক্রন, ‘জার্সি’র পর এবার মুক্তির তারিখ পেছোচ্ছে ‘আর আর আর’এরও!

বাংলাহান্ট ডেস্ক: দেশজুড়ে ফের করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইতিমধ‍্যেই দেশে ওমিক্রন (omicron) আতঙ্কের সংখ‍্যা চিন্তায় ফেলেছে। প্রতি দিন বেড়ে চলেছে সংখ‍্যাটা। রাজ‍্যগুলি ফের আংশিক লকডাউনের দিকে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় চিন্তায় পড়েছে বলিউডের ছবি নির্মাতারা।

করোনার বাড়বাড়ন্ত মানেই প্রেক্ষাগৃহ বন্ধ হবে। বছর শেষে মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর অভিনীত ‘জার্সি’র (jersey)। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে ছবির মুক্তির তারিখ। আগামী ৩১ ডিসেম্বর জার্সি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ডিসেম্বর ছবি নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ছবি মুক্তির তারিখ পেছোনোর কথা জানানো হয়।

jersey song
তবে ঠিক কবে এই ছবি মুক্তি পাবে তা জানানো হয়নি। আসলে দিল্লির প্রেক্ষাগৃহ ইতিমধ‍্যেই বন্ধ হয়ে গিয়েছে। মহারাষ্ট্রও হয়তো সেই পথেই হাঁটতে পারে। এমন পরিস্থিতিতে ছবি রিলিজ করা মানে বড় বোকামো। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, বড়পর্দার লোভ ছেড়ে হয়তো ডিজিটাল প্ল‍্যাটফর্মের দিকে ঝুঁকতে পারে জার্সি। তবে সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, ছবি মুক্তি দেরি হলেও কোনো মতেই OTT প্ল‍্যাটফর্মে আসবে না এই ছবি।

Release date of Jersey postponed due to closure of theaters
আশঙ্কা ঘিরে ধরেছে আরো একটি ছবিকে ঘিরে। ‘বাহুবলী’ পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘আর আর আর’এর মুক্তির কথাও ছিল বছর শেষে। মূলত তেলুগু ছবি হলেও অজয় দেবগণ ও আলিয়া ভাট থাকায় ছবির হিন্দি সংষ্করণ নিয়েও মাতামাতি কম নেই। এদিকে করোনার চোখরাঙানি। তাই হিন্দি সংষ্করণ এর ডিস্ট্রিবিউটররাই নাকি ছবি মুক্তি পেছোনোর আর্জি জানিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ছবি নির্মাতাদের তরফে।


Niranjana Nag

সম্পর্কিত খবর