রাজ্যপালকে নিয়ে হাইকোর্টে ভুল তথ্য, স্বীকারোক্তি রাজ্যের! পদ্যত্যাদের দাবি তুলল বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাল গেরুয়া শিবির। বৃহস্পতিবারই হাইকোর্টে হাওড়া পুরভোট সংক্রান্ত মামলার প্রথম শুনানিতেই, ভুল তথ্য পেশের স্বীকারোক্তি করলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘সরকার যে মিথ্যা বলছে এবং রাজ্যপাল সে সঠিক তথ্য দিয়েছেন, তা অ্যাডভোকেট জেনারেলের স্বীকারোক্তির মধ্যে দিয়েই প্রমাণিত। অ্যাডভোকেট জেনারেলকে রাজ্য যা তথ্য দিয়েছে, উনি তাই পেশ করেছেন। এক্ষেত্রে ওনার তো কোন দোষ নেই। এর থেকেই বোঝা যায় এই সরকার মিথ্যাবাদী’।

bjp vs tmc

অন্যদিকে বিজেপির মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানী পদে হল অ্যাডভোকেট জেনারেল। আর এই পদের অমর্যাদা করা কি ঠিক হল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের? তবে এটা ভালো, উনি যে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন, এই অনেক। কোন সাধারণ মানুষ যদি হাইকোর্টে ভুল তথ্য পেশ করেন, তাহলে তাঁর জন্যও মোটা অঙ্কের জরিমানার শাস্তি রয়েছে। সেখানে একজন AG পদে থেকে উনি কি করে এই ভুলটা করেন? তাও আবার হাওড়া পুরভোটের মত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে! ওনার এই অপরাধ শাস্তিযোগ্য’।

জানিয়ে রাখি, গত শুক্রবার রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় হাইকোর্টে জানান, হাওড়া পুরসভার বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল। যার কারণে আর হাওড়া পুরসভার ভোটে কোন সমস্যা নেই। কিন্তু শনিবার সকালেই রাজ্যপাল জগদীপ ধনখড় ট্যুইট করে জানান, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও বিচারাধীন হওয়ার কারণে, তিনি এই বিলে কোন সই করেননি।

সেই ঘটনার আসল সত্যতা অবশেষে স্বীকার করেলন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি নিজেই ভুল তথ্য দিয়েছিলেন বলে স্বীকার করলেন আদালতের কাছে। আর তারই পরিপ্রেক্ষিতে AG-র পদত্যাগের দাবি জানাল বিজেপি শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর