প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শরদ পাওয়ার, বললেন, ‘মনমোহনের মধ্যে ছিল না মোদীর এই গুণ’

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) প্রশংসায় পঞ্চমুখ হলেন NCP নেতা শরদ পাওয়ার (sharad pawar)। এক সভায় উপস্থিত হয়ে বললেন, নরেন্দ্র মোদীর মধ্যে যে গুণ রয়েছে, তা মনমোহন সিং-র (manmohan singh) মধ্যেও ছিল না। এমনভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন NCP নেতা।

পুনেতে মারাঠি সংবাদপত্র ‘লোকসত্তা’ দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শরদ পাওয়ার। সেখানে তিনি বলেন, ‘প্রশাসন এবং তাঁর সহযোগীদের একত্রিত করার জন্য প্রধানমন্ত্রী অনেক জোর দিয়েছেন। নিজের মিত্রদের সঙ্গে রাখার একটা অভিনব ভঙ্গি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। কিন্তু এই ধরণ মনমোহন সিং কিংবা অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের মধ্যে দেখা যায়নি’।

VBK SHARADPAWAR REUTERS

তিনি আরও বলেন, ‘সকলকে নিয়ে চলার একটা গুণ রয়েছে প্রধানমন্ত্রীর মধ্যে। তিনি যদি একটা কাজ হাতে নেন, তাহলে সেটা না শেষ করে থামেন না। এটাই ওনার বিশেষ বৈশিষ্ট। প্রশাসন অর্থাৎ নিজের শক্তির উপর উনি নিয়ন্ত্রণ রেখেছেন’।

এরই মধ্যে শরদ পাওয়ারকে প্রশ্ন করা হয়- মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকারের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলোর নেওয়া পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোন কথা হয়েছে? উত্তরে তিনি জানান, ‘এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে না তো আগে কোন দিন কথা হয়েছে, আর না তো ভবিষ্যতে কোনদিন এই বিষয় নিয়ে কোন কথা হবে’।

প্রসঙ্গত, ২০১৪ সালে দেশ শাসনের ক্ষমতা হাতে পাওয়ার পর থেকেই বিগত ৭ বছর ধরে দেশ চালাচ্ছে মোদী সরকার। এই সময়কালের শুরুতেই তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান দিয়েছিলেন। তবে পরবর্তীতে তাতে যুক্ত হয় ‘সবকা সাথ, সব কা বিশ্বাস’। বালাকোট হামলা থেকে শুর করে সার্জিকাল স্ট্রাইক, অন্যদিকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার থেকে শুরু করে অযোধ্যা রামমন্দির নির্মাণ -একের পর এক প্রধানমন্ত্রী যেভাবে নিজের কর্মকান্ড তুলে ধরছেন, তাতে করে দেশবাসী এখন একটা ধারণাতেই বিশ্বাসী ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’।

Smita Hari

সম্পর্কিত খবর