‘কিম জং উন” এখন ‘স্লিম জং উন”, মাত্র কয়েক মাসের মধ্যেই রোগা হয়ে চমকে দিলো পুরো বিশ্বকে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে আধুনিকতার বিশ্বে পাল্টাচ্ছে সবকিছুই! সাথে তৈরি হচ্ছে নতুন নতুন “ট্রেন্ড”ও! ঠিক সেইরকমই একটা ট্রেন্ড হল স্থূল আকৃতির চেহারা থেকে যুগের সাথে তাল মিলিয়ে এক্কেবারে ছিপছিপে চেহারায় নিজেকে পরিবর্তন করা। আর সেই ট্রেন্ডে পা দিলেন উত্তর কোরিয়ার প্রতাপশালী শাসক কিম জং-উন!

এমনিতেই তিনি তাঁর কার্যকলাপের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন। সেই রেশ বজায় রেখেই তিনি আবারও উঠে এলেন চর্চায়। মেদ ঝরানোর পাশাপাশি এবার ওজন কমিয়ে এক্কেবারে নতুন লুকে দেখা গেল কিমকে।

চলতি মাসের শুরুতে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ সভায় উপস্থিত ছিলেন তিনি। আর সেখানেই সকলের নজর কেড়েছেন কিম জং-উন। পুরো অনুষ্ঠানের লাইমলাইটে ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই শাসক।

একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, শেষ কয়েক মাসে ইতিমধ্যেই কিম প্রায় ৪৪ পাউন্ড অর্থাৎ ২০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এদিকে, কিমের বাড়তে থাকা ওজন নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর প্রিয়জনেরাও। বেশ কয়েক বছর ধরে ধূমপানের প্রতিও আসক্ত হয়ে পড়েন তিনি। পাশাপাশি, তাঁর পরিবারে হৃদরোগের ইতিহাস থাকায় শাসকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন সকলেই।

IMG 20211231 121116

তবে, কিম ছিলেন তাঁর মতো করেই! কোরিয়ায় বর্তমানে তীব্র খাদ্যাভাবের আবহ তৈরি হলেও এক রাতে একাধিক বোতল ওয়াইন পান করার পাশাপাশি সুইস পনির, ক্যাভিয়ার এবং পছন্দের খাওয়ার গুলিতেই তিনি মনোনিবেশ করতেন।

পাশাপাশি, উত্তর কোরিয়ায় বাড়তে থাকা খাদ্য সঙ্কটের প্রসঙ্গে কিম জনগণের উদ্দেশ্যে কম খাওয়ার নির্দেশও দিয়েছেন। এই সঙ্কট ২০২৫ সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। কিম জানিয়েছেন, “মানুষের খাদ্য পরিস্থিতি এখন কঠিন হয়ে উঠছে কারণ কৃষি ক্ষেত্র তার শস্য উৎপাদন পরিকল্পনা পূরণ করতে ব্যর্থ হয়েছে।” এমতাবস্থায়, নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার একজন বাসিন্দা জানিয়েছেন,” আমাদেরকে ২০২৫ সাল পর্যন্ত কষ্ট সহ্য করতে বলা হয়েছে। যা আমাদের কাছে অনাহারে মরতে বলার মতো।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর