“মাহিন্দ্রার গাড়িগুলি অত্যন্ত সুস্বাদু!” Xylo গাড়িকে বাঘ টেনে নিয়ে যাওয়ার ভিডিও টুইট আনন্দ মাহিন্দ্রার

বাংলা হান্ট ডেস্ক: জঙ্গল সাফারিতে বন্য জীবজন্তুদের এক্কেবারে কাছ থেকে দেখার মজাটাই আলাদা। তবে, কিছু কিছু ক্ষেত্রে গভীর বনের প্রাণীরাই জঙ্গল সাফারির সময়ে ঘটিয়ে ফেলে উদ্ভট সব কান্ড! ঠিক সেইরকমই এক ভিডিও শেয়ার করেছেন ভারতের অন্যতম বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা। দেড় মিনিটের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, জঙ্গল সাফারির সময় একটি বাঘ পর্যটকভর্তি মাহিন্দ্রার একটি Xylo গাড়ির পিছনের বাম্পার মুখ দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে। শুধু তাই নয়, বাম্পারটিকে কামড়ে বেশ কিছু দূর গাড়িটিকে টেনেও নিয়ে গিয়েছে বাঘটি। এই ভিডিওটিকেই মজাদার ক্যাপশনের সাথে শেয়ার করতে দেখা যায় আনন্দকে।

ওই পোস্টে তিনি লিখেছেন যে, “উটি থেকে মহীশূর যাওয়ার পথে থেপাকাডুর কাছে এই দৃশ্যটি দেখা গিয়েছে। ভিডিওটিতে বাঘটি যে গাড়িটিকে টানছে সেটির নাম Mahindra Xylo। আমি অনুমান করছি যে, সে এটি চিবিয়েছে। হয়তো আমার মতো, বাঘটিও বিশ্বাস করে যে মাহিন্দ্রার গাড়িগুলি অত্যন্ত সুস্বাদু!” আর তারপরেই পছন্দের ইমোজিও ব্যবহার করেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই পোস্টটিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

https://twitter.com/anandmahindra/status/1476482316084129795?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1476482316084129795%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fbusiness%2Fbusiness-news%2Ftiger-pulled-mahindra-xylo-back-anand-mahindra-shared-the-video%2Farticleshow%2F88595973.cms

প্রসঙ্গত উল্লেখ্য, নেটমাধ্যমে বেশ তৎপর থাকেন ভারতের অন্যতম সফল শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। মজার মজার পোস্টের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষদের প্রতিভাও তিনি সামনে আনেন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়ও তিনি। কিছুদিন আগেই দিল্লির এক প্রতিবন্ধীর কথা তিনি সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি, মাহিন্দ্রা গ্রূপ থেকে যাতে তিনি সুবিধা পান তার ব্যবস্থাও করতে দেখা যায় তাঁকে।

 

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর