মাস্ক ছাড়াই হাঁটছেন গটগট করে! কঙ্গনার ভিডিও দেখে নেটিজেনদের কটাক্ষ, ‘দিদি সব নিয়মের উর্দ্ধে’

বাংলাহান্ট ডেস্ক: করোনাকে সঙ্গী করেই নতুন বছরে পা রেখেছে বিশ্ববাসী। ওমিক্রন আতঙ্কের সঙ্গে সঙ্গে করোনার তৃতীয় ঢেউও চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে। ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ‍্যা দেখে ইতিমধ‍্যেই স্কুল, কলেজ, প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছে দিল্লিতে। মহারাষ্ট্রেও বহু ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এমতাবস্থায় মাস্কহীন কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat) দেখে সমালোচনার ঢেউ উঠেছে নেটমহলে।

নতুন বছরের আগে শুক্রবার সকালেই মুম্বই ছাড়েন কঙ্গনা। গোলাপি শাড়ি ব্লাউজে সেজে মুম্বই বিমানবন্দরে ঢুকতে দেখা যায় তাঁকে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে কঙ্গনার মুখে কোনো মাস্ক দেখা যায়নি। ক‍্যামেরার জন‍্য পোজ না দিলেও মিষ্টি হাসি উপহার দিয়েছেন অভিনেত্রী। তিনি কোথায় গিয়েছেন তা জানা যায়নি।

kangana ranaut desi avatar saree necklace fashion
ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা কটাক্ষের তীরে বিঁদ্ধ করেছেন কঙ্গনাকে। করোনার বাড়বাড়ন্তের মধ‍্যে এভাবে মাস্ক না পরে ঘুরে কোন বুদ্ধিমানের কাজ করছেন কঙ্গনা! একজন প্রশ্ন করেছেন, তিনি কি সব নিয়মের উর্দ্ধে? মাস্ক না পরলেও চলে তাঁর? আরেকজনের দাবি, কঙ্গনার কাছে কৈফিয়ত কেন চাওয়া হল না তাঁর মাস্ক কোথায়?

উল্লেখ‍্য, বলিউডে নতুন করে করোনার শিকার হচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। একের পর এক বলিউড পার্টিতে হাজিরা দেওয়া পর মারণ ভাইরাসের কবলে পড়েন করিনা কাপুর খান, অমৃতা অরোরা, মাহিপ কাপুর, শানায়া কাপুররা। তাঁরা সেরে উঠতে না উঠতে করোনা আক্রান্ত হন অর্জুন কাপুর, বোন অংশুলা কাপুর, রিয়া কাপুর এবং তাঁর স্বামী করন বুলানি।

https://www.instagram.com/reel/CYIWIXelbtq/?utm_medium=copy_link

রিয়া নিজেই সোশ‍্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি দাবি করেছেন, অত‍্যন্ত সতর্কতা অবলম্বন সত্ত্বেও ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা। মহামারির প্রকৃতিই এমন বলে সাফাই রিয়ার। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন নোরা ফতেহিও।

খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘দূর্ভাগ‍্যবশত আমি এখন করোনার সঙ্গে লড়াই করছি। সত‍্যি বলতে করোনা আমাকে খুব বড় ধাক্কা দিয়েছে! গত কয়েকদিন ধরে চিকিৎসকদের পরামর্শে আমি সম্পূর্ণ শয‍্যাশায়ী। সবাই দয়া করে সচেতন থাকুন, ঠিক করে মাস্ক পরুন।

Niranjana Nag

সম্পর্কিত খবর