পছন্দ হয়নি প্রার্থী, ‘দিদি’ বিরোধী স্লোগান তুলে আগুন জ্বালাল তৃণমূল কর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ৪ পুরসভার। সেই মর্মে কাজও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। সম্প্রতি চন্দনননগর (chandannagar) পুর নিগমের ৩৩টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল (tmc)। আর প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।

বর্ষশেষের রাতেই রাস্তায় আগুন লাগিয়ে প্রতিবাদে সামিল হল তৃণমূলের একাংশ কর্মী সমর্থকরা। কালীঘাট থেকে প্রার্থী তালিকা প্রকাশের পরই, প্রতিবাদ জানায় একাংশ। ৬ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হলেও, মৌমিতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূলের একাংশের মধ্যে। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালায় তৃণমূল সমর্থকরা।

IMG 20210920 090746

এখানেই শেষ নয়, প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে যায় বিদায়ী কয়েকজন কাউন্সিলরের নাম। জানা গিয়েছে, তৃণমূলের টিকিট না পাওয়ায় তিনি নির্দলের হয়েও লড়তে পারেন। এরই মধ্যে আবার ৩৩ নম্বর ওয়ার্ডে সীমা রায় চৌধুরীকে প্রার্থী করায় ক্ষোভের জন্ম নেয় তৃণমূলের একাংশের মধ্যে।

সেই কারণে বর্ষশেষের সন্ধ্যায় দিদির নামে স্লোগান তুলে আগুন জ্বালালো তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, ভাড়াটে বাহিনী প্রার্থী পছন্দ করে দিয়েছে, যার সঙ্গে নিচুতলার কর্মীদের কোনও সম্পর্ক নেই। এই প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছে একাংশ।

প্রসঙ্গত, ৪ পুরনিগমে ভোট হবে আগামী ২২ শে জানুয়ারি এবং ফলাফল প্রকাশিত হবে ২৫ শে জানুয়ারি। হাওড়া কর্পোরেশন নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, জানা গিয়েছে নির্বাচন হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন।

Smita Hari

সম্পর্কিত খবর