নতুন বছরের শুরুতেই ধামাকা Jio-র, ১০০ টাকার কমে ২৮ দিন বৈধতা ও আনলিমিটেড ডেটা

বাংলাহান্ট ডেস্কঃ বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর মধ্যে Jio সর্বদাই আকর্ষণীয় অফার নিয়ে আসে নিজের গ্রাহকদের জন্য। সেইরকমই নতু ন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে Jio। যাতে করে এই দুর্মূল্যের বাজারেও গ্রাহকরা কম খরচে মোবাইল ব্যবহারের সুবিধা পেতে পারেন।

মাত্র ৭৫ টাকা রিচার্জেই গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 0.1 GB বা 100 MB ডেটা ব্যবহারের সুযোগ। সেই সঙ্গে কোম্পানি আপনাকে 200MB অতিরিক্ত ডেটাও দেবে। অর্থাৎ মোট হচ্ছে 2.5 GB ডেটা। তবে দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও, কোন সমস্যা নেই। 64 Kbps গতিতে ইন্টারনেট পরিষেবা পেতে থাকবেন গ্রাহক।

সঙ্গে থাকছে মোট 50 টি SMS-র সঙ্গে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশনও। বৈধতা থাকবে ২৩ দিন।

এখানেই শেষ নয়, ১০০ টাকার কম রিচার্জে আর একটি দুর্দান্ত অফার রয়েছে Jio-র। সেখানে মাত্র ৯১ টাকা রিচার্জেই গ্রাহক পেয়ে যাবেন 50 টি SMS-র সঙ্গে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-র সুবিধা। সঙ্গে থাকছে দৈনিক 0.1 GB বা 100 MB ডেটা ব্যবহারের সুযোগ। সেই সঙ্গে কোম্পানি আপনাকে 200 MB অতিরিক্ত ডেটাও দেবে। অর্থাৎ মোট হচ্ছে 3 GB ডেটা। তবে দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও, কোন সমস্যা নেই। 64 Kbps গতিতে ইন্টারনেট পরিষেবা পেতে থাকবেন গ্রাহক। সঙ্গে Jio Cloud, Jio Cinema এবং Jio Music-এর মতো সমস্ত Jio অ্যাপের সাবস্ক্রিপশনও। বৈধতা থাকবে ২৮ দিন।

jio ambani

 

যাদের খুব বেশি ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয় না, বেশি প্রয়োজন হয় কথা বলার, তাঁদের ক্ষেত্রে এই প্ল্যান দুর্দান্ত। ১০০ টাকার অনেক কমে সমস্ত সুযোগ সুবিধার সঙ্গে একটি প্ল্যানে পেয়ে যাবেন ২৩ দিনের বৈধতা এবং অন্যটিকে পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা।

Smita Hari

সম্পর্কিত খবর