বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নতুন বছর। আর নতুন বছর মানেই ছোটপর্দায় কিছু না কিছু চমক থাকবেই। বছরের শুরুতেই একগুচ্ছ নতুন সিরিয়াল (serial) আসছে প্রথম সারির চ্যানেলগুলিতে। ২০২১ এর শেষের দিকেই স্টার জলসায় এসেছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’। গৌরব সোলাঙ্কির জুটি কিন্তু ইতিমধ্যেই টিআরপিতে কামাল দেখাতে শুরু করেছে। কিন্তু একটাতে কি আর মন ভরে? তাই আরো এক নতুন সিরিয়ালের আমদানি করছে স্টার।
গ্রামের মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘আলতা ফড়িং’ (alta foring)। বছরভর একের পর এক ঘূর্ণিঝড়, বন্যায় জর্জরিত হয় উপকূলের মানুষরা। তিন তিল করে গড়ে তোলা স্বপ্ন ভেসে যায় জলের তোড়ে। শহরের অধিকাংশ মানুষদের কাছেই সে সংগ্রাম অজানা। তাই সেই কাহিনি নিয়ে আসছে ‘আলতা ফড়িং’।
নতুন সিরিয়াল মানেই বিপদের ঘন্টা বাজবে পুরনো সিরিয়ালগুলির জন্য। এক্ষেত্রে কোপটা পড়েছে ‘খড়কুটো’র (khorkuto) উপরে। আগামী ১০ জানুয়ারি থেকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল। ওই সময়েই এতদিন ধরে দর্শক দেখতে পেত সৌজন্য গুনগুনকে। নতুন সিরিয়াল এসে জায়গা নিল খড়কুটোর।
তবে বিদায় জানাতে হবে সৌগুন জুটিকে? খড়কুটো দর্শকদের জন্য ভাল এবং খারাপ দুটো খবর রয়েছে। আশার খবর, এখনো পর্যন্ত সিরিয়াল বন্ধ হওয়ার কোনো ঘোষনাই করা হয়নি। তবে খারাপ খবরটা হল, স্লট পরিবর্তন হয়েছে খড়কুটোর। সন্ধ্যার বদলে এই সিরিয়ালকে পাঠানো হয়েছে দুপুর আড়াইটের স্লটে।
মনে করা হচ্ছে খড়কুটোর লাগাতার খারাপ পারফরম্যান্সের জন্যই এই ব্যবস্থা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা দশ সিরিয়াল থেকে কাটা গিয়েছে খড়কুটোর নাম। কিন্তু দর্শকদের মতে, এটা অবিচার করা হয়েছে খড়কুটোর সঙ্গে। নতুন সিরিয়াল আনলেও তা খড়কুটোর সমান কখনো হতে পারবে না বলে দাবি দর্শকদের। তাদের বক্তব্য, সিরিয়ালটা যদি বন্ধ করে দেওয়া হত তা আরো সম্মানের হত।
https://www.instagram.com/tv/CYK7b-SIk9M/?utm_medium=copy_link
ফিরে আসা যাক ‘আলতা ফড়িং’এ। সিরিয়ালের গল্প অনুযায়ী, নায়িকা জিমন্যাস্টে দক্ষ। তার মা কাজ করে ইঁটভাটায়। দারিদ্রতার সঙ্গে যুঝে স্বপ্নপূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার কাছে। এর মধ্যে হঠাৎ বন্যায় ডুবে যায় গোটা গ্রাম। জলের তোড়ে নিজের মাকেও হারিয়ে ফেলে নায়িকা। প্রোমোর শেষে দেখা যায় শহর থেকে গ্রামের মানুষদের উদ্ধারে এসেছে নায়ক। সেই বাঁচায় নায়িকাকে। নায়কের ভূমিকায় রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং নায়িকার ভূমিকায় খেয়ালী মজুমদার।