বাংলাহান্ট ডেস্ক: গত বছরেই পরিচালক হিসেবে অভিষেক করেছেন অনির্বাণ ভট্টাচার্য (anirban bhattacharya)। থিয়েটারের মঞ্চে দীর্ঘদিন ধরে নাট্য পরিচালনা করেছেন ঠিকই, থিয়েটার দুনিয়ার বাইরে ‘মন্দার’ই অনির্বাণের পরিচালনার প্রথম ফসল। সেটা অবশ্য ছিল ওয়েব সিরিজ। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেতা। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের বাছাই, সবেতেই দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি।
এবার ফের এক নতুন প্রোজেক্টের কথা ঘোষনা করলেন অনির্বাণ। এবারেও তিনি পরিচালকের আসনে। তবে এটা আর ডিজিটাল দুনিয়া নয়, বড়পর্দায় ডেবিউ করবেন পরিচালক অনির্বাণ। ছবির নাম ‘বল্লভপুরের রূপকথা’। নতুন বছরের প্রথম দিনেই ছবির প্রথম পোস্টার শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা।
বাদল সরকারের নাটক ‘বল্লভপুরের রূপকথা’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। জানা যাচ্ছে, হরর কমেডি ঘরানার ছবি হবে এটি। বাংলা ছবিতে এমন বিষয় আগেও পছন্দ করা হয়েছে। তবে বল্লভপুরের রূপকথায় একটু অন্য ধরনের ব্যাপার থাকবে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই আশাবাদী অনির্বাণ।
এই ছবির মূল চরিত্র তিন জন। রায়দের রাজবাড়ির শেষ উত্তরাধিকারী ভূপতি, তাঁর ভৃত্য মনোহর এবং ওই রাজবাড়ির ক্রেতা ভদ্রলোক। একসময় প্রচুর ঠাঁটবাট থাকলেও এখন দৈন্যদশা রায় পরিবারের। বিরাট বাড়ির খরচ আর চালাতে পারছেন না ভূপতি। তাই তাঁর কাছে বাড়িটি বিক্রি করে দেওয়ার প্রস্তাব আসে। এরপরেই শুরু হয় ভূতের কেত্তন। ভয়ের সঙ্গে সঙ্গে মজার উপাদানও ভরপুর থাকবে বলে জানা যাচ্ছে।
https://www.instagram.com/p/CYLCeFmPhT9/?utm_medium=copy_link
চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন প্রতীক দত্ত ও অনির্বাণ নিজে। সঙ্গীত পরিচালনা করবেন শুভদীপ গুহ এবং দেবরাজ ভট্টাচার্য। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। মন্দার সিরিজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সকলে। এবার দ্বিতীয় প্রজেক্টে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন অনির্বাণ সেটাই দেখার।