বছর ঘুরতেই হাড়কাঁপানো শীতের অনুভূতি, আগামী সপ্তাহে বদলাতে পারে বাংলার আবহাওয়াঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শেষ ডিসেম্বরে সেভাবে শীত উপভোগ করতে না পারলেও, জানুয়ারির শুরু থেকেই বেশ ঠান্ডায় কাঁপতে শুরু করেছে বঙ্গবাসী। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, তাপমাত্রার পারদ আরও নামতে পারে, শৈত্যপ্রবাহ চলতে পারে বেশ কিছু জেলায়। পৌষের শীতে একেবারে জমে যাবে বাংলার মানুষ।

তবে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের পথে বাঁধা পেলেও, বর্তমান সময়ে সেই পরিস্থিতি কেটে গিয়ে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বাংলার দিকে। যার কারণে ফের আরও একবার চড়তে পারে তাপমাত্রার পারদ।

weather2 621x414 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা87%
বাতাস11 km/h
মেঘে ঢাকা8%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

6 3

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর