সাপের কামড় খেয়ে এনার্জি দ্বিগুণ! প্রাক্তন-বর্তমান দুই বান্ধবীকে নিয়েই নিউ ইয়ার পার্টি সলমনের

বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরু থেকেই পার্টি মুডে সলমন খান (salman khan)। গত বছর প্রিয় প্রাক্তন প্রেমিকা ক‍্যাটরিনা কাইফের বিয়ে, সাপের কামড়ের মতো পরপ‍র দুটো দুর্ঘটনা বেশ কাবু করে দিয়েছিল অভিনেতাকে। কিন্তু নতুন বছরে আর নেতিবাচকতাকে কাছে ঘেঁষতে দিতে চান না ভাইজান। বছরের প্রথম দিনটা থেকেই তাই পার্টি শুরু করে দিয়েছেন তিনি। তাও আবার প্রাক্তন ও বর্তমান দুই বান্ধবীকে একসঙ্গে নিয়ে!

জন্মদিনের আগে থেকেই পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সলমন ও তাঁর পরিবার। সেখানে ভাইজানের সঙ্গে নিউ ইয়ারের পার্টিতে যোগ দিলেন তাঁর চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্টুর (iulia vantur) এবং প্রাক্তন সঙ্গীতা বিজলানি (sangita bijlani)। বর্ষবরণের পার্টির কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন ইউলিয়া। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বিনা কাকও। পার্টিতে সলমনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

swhatsapp image 2022 01 01 at 5.09.21 pm 202201747320

সঙ্গীতার সঙ্গে সলমনের সম্পর্ক ভেঙেছে বহু বছর। কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনো। একবার করণ জোহরের শো তে এসে সলমন জানিয়েছিলেন সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা হয়েছিল। কিন্তু সেই সময় কোনও ‘সিরিয়াস রিলেশন’এ যেতে রাজি ছিলেন না অভিনেতা। তাই শেষ মুহূর্তে তা ভেস্তে যায়।

তারপর একে একে বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে সলমনের। কখনও ঐশ্বর্য রাই, কখনও ক‍্যাটরিনা কখনও জারিন খান। একের পর এক অভিনেত্রী তাঁর জীবনে এসেছেন আবার চলেও গিয়েছেন। এখন শোনা যাচ্ছে ইউলিয়া ভান্টুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

https://www.instagram.com/vanturiulia/p/CYKzldnooYB/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, জন্মদিনের আগে ক্রিসমাসের রাতে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সলমনকে। যদিও সাপটি বিষহীন হওয়াতে রক্ষা পান সল্লু। কয়েক ঘন্টা হাসপাতালে কাটিয়ে সেজেগুজে জন্মদিনের পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি। তখনি সলমন জানান, সাপটি একবার নয়, বরং তিন তিনবার কামড়েছে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর