বছরের শুরুতে সুখবর গেরুয়া শিবিরে, সুপ্রিম ধাক্কা খেল রাজ্য! বড় জয় শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক: বছরের শুরুতেই বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর গ্রেফতারি নিয়ে পূর্ববর্তী রায়েই বহাল থাকল শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টর দেওয়া রায়তেও স্বস্তি পেয়েছিলেন তিনি। তবে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

এদিকে, গত বছরের ১৩ ডিসেম্বর শুভেন্দুর প্রসঙ্গে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশই বহাল রেখেছিল। যদিও, সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। তারই পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে, এই মামলায় গত বছর ১৩ ডিসেম্বর শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল, তা সব পক্ষকেই মানতে হবে। তবে দ্রুত শুনানির জন্য রাজ্য উচ্চ আদালতে রাজ্য হলফনামা জমা দিতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেহরক্ষীর রহস্যমৃত্যু, তমলুকের পুলিশ সুপারকে হুমকি, চাকরি দেওয়ার নামে প্রতারণা-সহ মোট পাঁচটি মামলা দায়ের হয়েছিল। যদিও পরে দু’টি মামলা খারিজ হয়ে যায়। বাকি তিনটি মামলায় শুভেন্দুর গ্রেফতারি নিয়ে স্বস্তি দিয়েছিল হাইকোর্ট। এছাড়াও, তাঁর বিরুদ্ধে  মানিকতলা, কাঁথি, তমলুক, পাঁশকুড়া-সহ রাজ্যের বিভিন্ন থানায় বেশ কয়েকটি  মামলা রয়েছে।

IMG 20220103 151758 1

যদিও, এই প্রসঙ্গে উচ্চ আদালত আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে, শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য। এমনকি, নতুন এফআইআর হলেও জানাতে হবে শুভেন্দুকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার। তবে, সেই স্পেশাল লিভ পিটিশনের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। এর পর রাজ্য শীর্ষ আদালতে লেটার পেটেন্টেরও আপিল করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর