তৃণমূলে যোগ দিতেই দুর্নীতি ফাঁস! জনগণের কোটি টাকা নয়ছয়ের অভিযোগ সাকেত গোখলের বিরুদ্ধে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ২০১৯-এ জনগণের কাছ থেকে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তিনি তুলেছিলেন প্রায় ৭৬ লক্ষ টাকা! এবার সেই ঘটনাতেই রোষের মুখে পড়লেন সমাজকর্মী তথা তৃণমূল সদস্য সাকেত গোখলে। গত বছরের আগস্ট মাসে তৃণমূলে যোগদান করেন সাকেত। দলের পক্ষ থেকে তাঁর প্রোফাইলে তাঁকে একজন স্বচ্ছ তদন্তকারী, সামাজিক কর্মী এবং একটি বিদেশি সংবাদপত্রের কর্মী হিসেবে উল্লেখ করা থাকলেও বর্তমানে তিনি প্রশ্নের মুখে পড়েছেন।

গত দু’-তিন দিন ধরে রীতিমতো তাঁকে নিয়ে উত্তাল টুইটারের দুনিয়া। সাকেতের কাছ থেকে প্রায় তিন বছর আগে শুরু করা একটি ক্রাউডফান্ডিং অ্যাকাউন্টের মাধ্যমে তোলা ৭৬ লক্ষ টাকার হিসেবের জবাবদিহি দাবি করেছেন বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী।

যদিও, এই প্রসঙ্গে গোখলে বিস্ফোরক দাবি করে জানিয়েছেন যে, ওই অর্থ তাঁর ভরণপোষণের জন্য নেওয়া হয়েছিল, যেটি ছিল তাঁর কাজের বেতনের মতো! পাশাপাশি, এই প্রসঙ্গে তাঁকে সরাসরি প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গিয়ে জানান যে, “গোয়াতে তৃণমূলের নির্বাচনী প্রচার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করুন। আইটি সেলের আক্রমণের প্রতিক্রিয়া জানাতে আমার কাছে কোনো সময় নেই এবং আমি কোনো গল্প তৈরিতেও রাজি নই।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে সাকেত একটি ক্রাউডফান্ডিংয়ের লিঙ্ক টুইট করে জানিয়েছিলেন যে, তিনি সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সেই লড়াই লড়তেই সকলের কাছে থেকে আর্থিক সাহায্য চান তিনি। পাশাপাশি, তাঁর ন্যায়ের বিরুদ্ধে এই লড়াইর জন্য সকলের কাছে তিনি যেভাবে সাহায্য চাইছেন তার জন্য তিনি লজ্জিত নন বলেও জানিয়েছিলেন।

২০১৯-এর নভেম্বর মাসে তিনি আবারও একটি টুইটের মাধ্যমে জানান যে “বিজেপি/আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি চাকরি ছেড়ে দিয়েছি”। পাশাপাশি, তিনি সমর্থনের জন্যও অনুরোধ জানান। যদিও টুইটগুলিতে ক্রাউডফান্ডিং লিঙ্কগুলি আর কার্যকরী না থাকলেও, টুইটার ব্যবহারকারীরা দাবি করেছেন যে, গোখলে তখন থেকে প্রায় ৭৬ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।

এমনকি, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, তিনি তহবিল সংগ্রহের মাধ্যমে ২২ লক্ষ টাকারও বেশি সংগ্রহ করেছেন বলে স্বীকার করেছিলেন। আর এই ঘটনার পর থেকেই রীতিমতো উত্তাল হয়েছে টুইটার। সাকেতের পুরোনো টুইটগুলিকে রিটুইট করে জবাব চেয়েছেন সকলে। পাশাপাশি, তাঁর এই ক্রাউডফান্ডিংকে ঘিরে বিভিন্ন মস্করাও করতে থাকেন নেটিজেনরা।

https://twitter.com/ponnappa_pran/status/1477618879278899200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1477618879278899200%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Findia%2Ftmc-member-saket-gokhale-under-fire-for-crowdfunding-rs-76-lakh-claims-it-was-like-salary%2F793680%2F

যদিও, গোখলে অভিযোগ করেছেন যে, গত মাসে হরিদ্বারে অনুষ্ঠিত একটি ধর্ম সংসদের সংগঠক এবং বক্তাদের বিরুদ্ধে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পরই তার ক্রাউডফান্ডিং নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। গোখলে আরও দাবি করেছেন যে, তিনি ২০২০ সালের মাঝামাঝি সময়ে তার ক্রাউডফান্ডিং অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছিলেন। তবে, অন্য একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন যে, অ্যাকাউন্টটি গত বছর পর্যন্ত সক্রিয় ছিল।

 

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X