বাংলাহান্ট ডেস্কঃ ক্রমশ নামছে ঠান্ডার পারদ। নতুন বছরের শুরু থেকেই কনকনে ঠান্ডার আমেজ পাচ্ছে বঙ্গবাসী। তবে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বৃহস্পতিবার বেশকিছুটা বদলে যাবে বাংলার আবহাওয়া। ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ এবং দেখা দিতে পারে বৃষ্টি।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুস্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। এদিকে আবার আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন বছরে আজই হচ্ছে সবথেকে শীতলতম দিন।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 24° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 14° C |
আদ্রতা | 90% |
বাতাস | 10 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।