বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছর শুরু হতে না হতেই একদিকে যেমন নামছে তাপমাত্রার পারদ, তেমনই অন্যদিকে নামছে সোনার দামের (gold price) গ্রাফ। মলমাস বলে শুভ অনুষ্ঠানে বাধা থাকলেও, সোনা কিনতে তো আর বাধা নেই। তাই সোনালি ধাতুর দাম কমতে না কমতেই হুড়মুড়িয়ে ভিড় দেখা গেল সোনার দোকানগুলোতে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
সোনার দাম
কলকাতার বাজারে গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭৪৫০ টাকা। আর আজকের দিনে গহনা সোনার দাম (today’s gold price) দাঁড়িয়েছে ৪৭১০০ টাকা। পাশাপাশি ১ গ্রামের দাম ৪৭১০ টাকা।
২৪ ক্যারেটের ক্ষেত্রে গতকাল ১০ গ্রামের দাম ছিল ৫০১৫০ টাকা। তবে আজকের দিনে দাম দাঁড়িয়েছে ১০ গ্রামের ৪৯৮০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৮০ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭০৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০৫ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৩৩০ টাকা এবং ১ গ্রামের ৫১৩৩ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯০ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬১.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬১৭ টাকা।