বাংলাহান্ট ডেস্কঃ বড়দিন, বর্ষবিদায়, বর্ষবরণ পেরিয়ে এখন উস্কে উঠছে সেই করোনার দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি। ফের বিধি নিষেধের পথে হাঁটতে শুরু করে দিয়েছে রাজ্যবাসী। সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। আক্রান্ত মানুষদের থাকতে বলা হয়েছে হোম আইসোলেশনে।
কিন্তু পেটের দায়ে অনেককেই দেখা গিয়েছে করোনা আক্রান্ত হয়েও বাইরে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। সেক্ষেত্রে বাড়ছে সংক্রমণের ভয়। তবে এবিষয়ে একটা সমাধান বের করল নবান্ন। জেলার নানা প্রান্তের দরিদ্র পরিবারগুলিতে ঘরবন্দি আক্রান্তরা যাতে খাদ্যকষ্টে না পড়েন, সে জন্য এবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল রাজ্য সরকার।
বহু মানুষই আছেন যারা আইসোলেশনে না থাকতে পেরে রুজিরুটির টানে তাঁদের বাইরে বেরোতেই হবে। তাই সেজন্য নবান্ন থেকে সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জেলায় জেলায় করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বড়ি গিয়ে খোঁজ নিয়ে খাবার পৌঁছে দিতে হবে। এই মর্মে মুখ্যসচিবের পক্ষ থেকে জেলাশাসকদের কাছে এসএমএসও পাঠানো হয়ে গিয়েছে।
আক্রান্তদের পরিবারের কাছে পৌঁছে দিতে হবে মুড়ি, চাল, ডাল, বিস্কুট ইত্যাদি খাদ্যবস্তু। সেইসঙ্গে এই কাজে পুলিশ সুপারদেরও যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। তবে বলা হয়েছে প্রত্যেকটি প্যাকেটের গায়ে লেখা থাকবে ‘সৌজন্যে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য পুলিশ’। প্রয়োজনীয় নির্দেশিকা মেনেই সবটা করার কথাও বলা হয়েছে।