পরনে সব‍্যসাচীর ডিজাইনার লেহেঙ্গা, বলিউডি স্টাইলে বিয়ে করে চমক দিলেন বাংলাদেশি অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছর পড়তে না পড়তেই চমক! সাত পাকে বাঁধা পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ‍্যা সিনহা সাহা মিম (bidya sinha saha mim)। থিম অনুযায়ী মণ্ডপ সাজিয়ে ভারতীয় ডিজাইনার সব‍্যসাচী মুখার্জীর বানানো লেহেঙ্গায় সেজে বিয়ে করলেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল বিদ‍্যার বিয়ের ছবি।

গত বছরের নভেম্বর মাসে বাগদান সেরেছিলেন বিদ‍্যা। দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গেই আংটি বদল থেকে মালাবদল। সোশ‍্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করলেও তখন তিনি জানিয়েছিলেন, এখনি বিয়ের কোনো পরিকল্পনা নেই। কিন্তু নতুন বছর পড়তেই বোঝা গেল ঢাকঢোল না পিটিয়ে চুপিসাড়েই বিয়েটা সেরে ফেলেছেন তিনি।

ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক

ঢাকার এক পাঁচতারা হোটেলে বসেছিল বিদ‍্যা ও সনির বিয়ের আসর। আদ‍্যোপান্ত বলিউডি ধাঁচে বিয়ে করেছেন দুজনে। মণ্ডপসজ্জা থেকে বর কনের সাজগোজ সবেতেই হিন্দি ইন্ডাস্ট্রির ছাপ সুস্পষ্ট। সাদা ও হালকা গোলাপী থিমে সেজে উঠেছিল সুদৃশ‍্য বিয়ের মণ্ডপ।

ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক

কনে সেজেছেন দুধে আলতা রঙের উপর ভারী সোনালি ও রূপোলি নকশাদার লেহেঙ্গা চোলিতে। হিন্দুরীতিতে অগ্নিকে সাক্ষী রেখে, সাতপাক ঘুরে হয়েছে বিয়ে। সিঁদুর দানের ছবিও শেয়ার করেছেন বিদ‍্যা। বিশেষ দিনে সব‍্যসাচীর লেহেঙ্গায় ঝলমল করছিলেন বিদ‍্যা। পাশে হালকা সাদা গোলাপী শেরওয়ানি হবু বরও নজর কাড়লেন।

ছবি- ফেসবুক
ছবি- ফেসবুক

ক‍্যাপশনটিও বেশ চমকপ্রদ দিয়েছেন তিনি। উত্তম মাধবী জুটির ‘শঙ্খবেলা’ ছবি থেকে অত‍্যন্ত জনপ্রিয় গানের লাইন ধার করেছেন তিনি। লিখেছেন, ‘”কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালবেসেছি, তুমি না আমি ?”শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’

X