জমিয়ে ব্যাটিং করেছে শীত, খুব শীঘ্রই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ পৌষ মাসের ২০ তারিখ হয়ে গেলেও, ঠাণ্ডা বেশ জমিয়ে ব্যাটিং করেই চলেছে। ক্রমশ নেমেই চলেছে ঠাণ্ডার পারদ। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বেশকিছুটা বদলে যেতে পারে বাংলার আবহাওয়া। একধাক্কায় বেশকিছুটা বাড়বে তাপমাত্রার পারদ এবং দেখা দিতে পারে বৃষ্টিও।

ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন দেখা দিচ্ছে বাংলার আবহাওয়ায়। হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুস্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। চড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তারপর মাঘ মাসে আবারও কিছুটা ঠাণ্ডার কামড় সহ্য করতে হতে পারে বঙ্গবাসীকে। এটাই তো জমিয়ে পিঠে, পুলি, পায়েস, নতুন গুড়ের মিষ্টি খাওয়ার সময়।

weather c79181e0 da45 11e6 bfdf 9650955a20b7

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা14° C
আদ্রতা90%
বাতাস10 km/h
মেঘে ঢাকা0%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

weather 4a995222 d83b 11e7 8802 68a15924f886

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর