আবারো ফুল বদলের জল্পনা, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ‍্যে। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)। অতি সম্প্রতি বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত‍্যাগ করেছেন সাংসদ শান্তনু ঠাকুর। এবার তালিকায় যুক্ত হল হিরণের নামও। পরপর এমন ঘটনায় বিরোধীদের কটাক্ষ, বিজেপির অভ‍্যন্তরেই ভাঙন ধরছে। যদিও হিরণের গ্রুপ ছাড়ার কারণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ‍্য, বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জিতে খড়গপুরের বিধায়ক হওয়ার পরপরই বিভিন্ন দলীয় কর্মসূচীকে কেন্দ্র করে হিরণ ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মতানৈক‍্যের খবর প্রকাশ‍্যে এসেছে একাধিক বার। রেলের ব্রিজ নির্মাণকে নিয়ে দুজনের চাপান উতোরের সূত্রপাত। যদিও পরে হিরণ নিজেই বিবৃতি দিয়ে অস্বীকার করেছিলেন সবটা।

dilip hiran
কিন্তু কলহ লুকিয়ে রাখা যায়নি। গত বছরের শেষের দিকে খড়গপুর ছেয়ে গিয়েছিল দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়ে পোস্টারে। সেখানে মধ‍্যমণি হয়ে বিরাজ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, অমিত মালব‍্য, সুকান্ত মজুমদাররা। কিন্তু একটি হোর্ডিংয়েও দেখা মেলেনি বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায়ের।

বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা বিধায়ক। নাম না করে তাঁর কটাক্ষ, “আমি মানুষের জন‍্য কাজ করি। আমি নিজে ছবি লাগাই না।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বিষয়টা জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীদের জানানো হয়েছে। দলের নিয়ম মেনেই যা ব‍্যবস্থা নেওয়ার নেওয়া হবে।

1606596652 5fc2b82c5f2ce main
অপরদিকে দিলীপ ঘোষের বক্তব‍্য ছিল, কে কোথায় ছবি লাগায় তিনি জানেন না। হয়তো পছন্দের নেতাদের ছবি লাগানো হয়েছে। তিনি আরো কটাক্ষ করেন, যিনি এমন কথা বলেছেন তিনি দলের সংষ্কৃতি সম্পর্কে কিছুই জানেন না।
নতুন বছরের শুরুতেও একে অপরকে এড়িয়ে গিয়েছেন দিলীপ হিরণ। গত ২ রা জানুয়ারি পুরভোট সংক্রান্ত আলোচনার জন‍্য দলীয় বৈঠক ডেকেছিলেন দিলীপ ঘোষ। সে বৈঠক এড়িয়ে গিয়েছেন হিরণ। আবার মঙ্গলবারের একটি বৈঠকেও দেখা মেলেনি হিরণের। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।

হিরণ যদিও সাফাই দিয়েছেন, তিনি যে হাজির থাকতে পারবেন না সেকথা আগেই দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন। এদিন বিধানসভার স্ট‍্যান্ডিং কমিটির বৈঠকে ছিলেন তিনি। কিন্তু বিরোধীরা তোপ দাগার কোনো সুযোগই ছাড়ছে না। উপরন্তু হিরণ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরোনোয় অনেকেই মনে করছেন, ফের দল বদল করতে পারেন বিধায়ক।


Niranjana Nag

সম্পর্কিত খবর