পাওয়া গেল ২০ কোটি বছর আগের ডায়নোসরের পদচিহ্ন, দুর্লভ আবিষ্কার করে হতবাক বিজ্ঞানীরা

বাংলা হান্ট ডেস্ক: বহু কোটি বছর আগে আমাদের পৃথিবীতে দাপিয়ে বেড়াত ডায়নোসরেরা। কিন্তু, আজ তারা হারিয়ে গেলেও তাদের অস্তিত্ব আজও থেকে গিয়েছে বিশ্বজুড়ে। মাঝে মাঝেই এখনও তাদের জীবাশ্ম বা পায়ের ছাপের খোঁজ মেলে।

এবার ২০ কোটি বছর আগের ডায়নোসরের পায়ের ছাপ মিলল ব্রিটিশ যুক্তরাজ্যের ওয়েলসের সমুদ্র সৈকতে। বিজ্ঞানীরা মনে করছেন, এই পায়ের ছাপগুলি এতটাই পুরোনো যে তখন বিশ্বে সমস্ত মহাদেশগুলি একসাথে অবস্থান করতো। ভৌগোলিক ভাষায় যেটিকে “প্যানজিয়া” বলা হয়।

২০২০ সালে এটির অবস্থান সম্পর্কে চিহ্নিত করা গেলেও প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি সমুদ্রের কোনো ভূতাত্বিক প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে। কিন্তু, পরে আরও গভীরভাবে বিশ্লেষণ করার পর জানা যায় যে, ওই অঞ্চলে ডায়নোসরদের চলাচলের একটি গতিপথ পাওয়া গিয়েছে। ট্রায়াসিক যুগের শেষের দিকে যখন ডায়নোসররা পৃথিবীতে রাজত্ব করতে শুরু করেছিল, এই পায়ের ছাপ ঠিক সেই সময়কার বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

পায়ের ছাপগুলি প্রায় ১৬৪ ফুট দীর্ঘ এলাকা বরাবর আবিষ্কৃত হয়েছিল। পাশাপাশি, ছাপগুলি আকৃতি এবং আকারে অত্যন্ত পরিবর্তনশীল। এই প্রসঙ্গে বিশিষ্ট নৃতত্ত্ববিদ এবং জীববিজ্ঞানী পল ব্যারেট জানিয়েছেন যে, “আমরা বিশ্বাস করি, আমরা যে ছাপগুলি দেখেছি তা একটি প্রাণীর হাঁটার জন্য ধারাবাহিকভাবে ব্যবধানে রাখা হয়েছিল। এই ধরণের গতিপথের ট্র্যাক বিশ্বব্যাপী বিশেষভাবে সাধারণ নয়। তাই আমরা মনে করি এটি যুক্তরাজ্যের ট্রায়াসিক জীবন সম্পর্কে আমাদের জ্ঞানের একটি আকর্ষণীয় সংযোজন হবে।”

IMG 20220105 210013

পাশাপাশি, প্যালিওবায়োলজির গবেষক এবং গবেষণার সহ-লেখক সুসান্নাহ মেইডমেন্ট বলেছেন যে, “আমরা জানি প্রাথমিকভাবে সরোপোডরা সেই সময়ে ব্রিটেনে বাস করত। যদিও, আমরা এটা জানি না যে এই প্রজাতিটি ট্র্যাকমেকার ছিল কিনা! তবে এগুলি আরেকটি সূত্র যা এই ট্র্যাকগুলি তৈরি করার কিছু পরামর্শ দেয়।”

 

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর