বাংলাহান্ট ডেস্ক: নিজে করোনা আক্রান্ত, বান্ধবী রুক্মিনীকেও কাবু করেছে ভাইরাস। এতশত খারাপ খবরের মাঝেই একটা ভাল খবর দিলেন দেব (dev)। টলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘কাছের মানুষ’এর (kacher manush) মুক্তির ঘোষনা সেরেছেন তিনি। সময় অনুকূল হলে চলতি বছরেই বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (prosenjit chatterjee)।
গত বছর মহালয়ায় ‘কাছের মানুষ’ এর প্রথম পোস্টার শেয়ার করেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছিলেন তিনি, যেখানে রেললাইনের উপর মুখোমুখি বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে ও প্রসেনজিৎকে। তাঁদের দিকে ধেয়ে আসছে একটি ট্রেন। প্রথম ঝলকেই উত্তেজনা বেড়েছিল দর্শকদের।
এবার দেব জানালেন, সব ঠিকঠাক থাকলে চলতি বছর দূর্গাপুজোতেই মুক্তি পেতে পারে ‘কাছের মানুষ’। পোস্টারটি ফের শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই অনিশ্চয়তায় ভরা সময়ে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের ‘কাছের মানুষ’ মুক্তি পাবে ২০২২ এর পুজোয়।’
এর আগে জুলফিকার এবং ককপিট ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে দেব প্রসেনজিৎকে। দর্শকদের প্রতিক্রিয়া দেখেই ফের জুটি বাঁধছেন দেব প্রসেনজিৎ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু। হরিপদ ব্যান্ডওয়ালা, ‘টোটাল দাদাগিরি, ফিদা, কে তুমি নন্দিনীর মতো ছবি পরাচালনা করেছেন তিনি। ছবির প্রযোজনা করছেন দেব। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন ইশা সাহা।
https://www.instagram.com/p/CYQfzvNPvaZ/?utm_medium=copy_link
প্রসঙ্গত, বুধবার রাতেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভাবার জন্য ধন্যবাদ। রিপোর্ট পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমি করোনা পজিটিভ, কিন্তু প্রায় কোনো উপসর্গই নেই। এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছি।’
একই খবর জানিয়েছেন রুক্মিনীও। তিনি লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে রয়েছি, পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে। এখন কঠিন সময়, তাই শক্ত থাকুন এবং মাস্ক পরুন। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। ধন্যবাদ।’