সপ্তাহের শুরুতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখা যাবে ঘন কুয়াশাও, পূর্বাভাস আবহাওয়া দফতরের

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমাগত নামতে থাকা তাপমাত্রার পারদ, এবার ধীরে ধীরে কিছুটা উঠতে শুরু করবে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাড়বে তাপমাত্রার পারদও। রবিবার, সোমবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার এবং শনিবার ঘন কুয়াশা বিরাজ করবে উত্তরের জেলাগুলোতে। সঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়ও রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। সকাল সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে গোটা বাংলা। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা গেলেও, ৪৮ ঘন্টা পর আবারও স্বাভাবিকের দিকে এগোবে। ৫ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।

weather2 621x414 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা27° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা89%
বাতাস5 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

images 2020 10 03T052327.359

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর