গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে পুরনো প্ল্যান ফিরিয়ে আনল JIO, মিলবে ফ্রি কলিং ও ইন্টারনেট

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে প্রায় সকল টেলিকম সংস্থাগুলোই। তার মধ্যে রয়েছে Jio-ও। তবে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া পর এমন বেশ কিছু সস্তার প্ল্যানও নিয়ে এসেছে জিও, যা সাধারণ গ্রাহকদের জন্য খুবই উপকারি।

তবে এবার গ্রাহকদের সুবিধার কারণে পুরনো একটি প্ল্যান ফিরিয়ে এনেছে। যা বেশি ইন্টারনেটে সহ একটি প্ল্যান। আর এই প্ল্যান ফিরিয়ে আনতেই হাসি ফুটেছে গ্রাহকদের চোখে মুখে।

reliance jio users 1575698829 1

দেখে নিন সেই প্ল্যান-

৪৯৯ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 2GB ডেটা। সঙ্গে দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে Jio Prime Membership সাবস্ক্রিপশনও। আবার দৈনিক 2GB ইন্টারনেট শেষ হয়ে গেলে 64Kbps স্পিডে ইন্টারনেট পরিষেবাও পাবেন গ্রাহক। সঙ্গে পাবেন DISNEY+ HOTSTAR-র সুবিধাও। বৈধতা থাকছে ২৮ দিন।

৬০১ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 3GB। সঙ্গে দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে এক বছরের Disney+ Hotstar মোবাইল অ্যাক্সেস। সঙ্গে আবার অতিরিক্ত 6GB ডেটাও থাকছে। বৈধতা থাকছে ২৮ দিন।

৭৯৯ টাকার রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 2GB। সঙ্গে দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে Disney+ Hotstar সাবস্ক্রিপশনও। বৈধতা থাকছে ৫৬ দিন।

Smita Hari

সম্পর্কিত খবর