সামান্থার জুতোতে পা গলালেন শ্রুতি! চাবুক ফিগারে নেচে ট্রোলারদের জবাব ‘নোয়া’র, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে নতুন রেজোলিউশন নিয়েছেন শ্রুতি দাস (shruti das)। আগের বছরের মতো এ বছরেও সমস্ত সোশ‍্যাল মিডিয়া ট্রোল, সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। ২০২১ এ কম কটুক্তি শুনতে হয়নি শ্রুতিকে। সবই বিনা কারণে! ‘দেশের মাটি’তে তাঁর অভিনীত চরিত্র নোয়াকে স্রেফ পছন্দ না হওয়ার জন‍্য দর্শকদের একাংশের কটাক্ষ সয়েছেন শ্রুতি। নোংরা মন্তব‍্য করা হয়েছে তাঁর গায়ের রঙ নিয়েও।

কিন্তু শ্রুতি বরাবরই স্পষ্টবাদী। নিজে সৎ থেকে সমস্ত ট্রোলারদের উচিত জবাব দিয়ে এসেছেন তিনি বারে বারে। দেশের মাটি অবশ‍্য বেশ কয়েক মাস হল শেষ হয়েছে। নতুন কাজ শুরুর আগে বিরতি উপভোগ করছেন অভিনেত্রী। সঙ্গে চলছে সোশ‍্যাল মিডিয়া পোস্ট এবং ইউটিউবে ভিডিও শেয়ার।

IMG 20220107 171813
নাচতে ভালবাসেন শ্রুতি এবং বেশ ভালোই নাচেন। তাই মাঝে মধ‍্যেই নিত‍্য নতুন নাচের ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। আপাতত সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকায় ঢুকে পড়েছে ‘পুষ্পা’ ছবির হিন্দি ভার্সনের জনপ্রিয় আইটেম গান ‘ও বোলেগা’। তেলুগু ভার্সন ‘ও অন্তভা’তে সামান্থা রুথ প্রভুর নাচ ইতিমধ‍্যেই চোখ কপালে তুলেছে দর্শকদের। হিন্দি ভার্সনটি গেয়েছেন কনিকা কাপুর।

এই গানেই নেচেছেন শ্রুতি। রূপোলি সিক‍্যুইনের টপ, কালো শর্ট স্কার্ট ও খোলা চুলে তাপমাত্রার পারদ বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছেন তিনি। নিখুঁত শরীরী হিল্লোলে পোশাক নিয়ে ট্রোলারদেরই চোখে চোখ রেখে জবাব দিয়েছেন অভিনেত্রী। এমন ভিডিও ভাইরাল হবে না তো কী হবে!

IMG 20220107 171758
স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে নোয়ার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রুতি। গত বছর দূর্গাপুজোর পরপর শেষ হয়েছে এই সিরিয়াল। এখনো পর্যন্ত নতুন কোনো প্রোজেক্টের ঘোষনা করেননি তিনি। তবে শ্রুতি জানিয়েছিলেন, গত বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁর। কিন্তু করোনার জন‍্য ভেস্তে যায় পরিকল্পনা। অভিনেত্রী জানান, হয়তো এক দু বছর পর বিয়ে করতে পারেন তাঁরা।

https://www.instagram.com/reel/CYLeVM5Fatf/?utm_medium=copy_link

ত্রিনয়নী’ সিরিয়ালের সেটেই স্বর্ণেন্দুর সঙ্গে আলাপ শ্রুতির। সেখান থেকেই শুরু প্রেম। ত্রিনয়নীর পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। স্বর্ণেন্দু বয়সে শ্রুতির চেয়ে ১৪ বছরের বড়। তবে দুজনের বয়সের ফারাক নিয়ে দুই পরিবারের দিক থেকেও আপত্তি এসেছিল। কিন্তু শ্রুতির জেদের কাছে তা ধোপে টেকেনি। যাবতীয় কটাক্ষ সমালোচনার বিরুদ্ধে গিয়ে স্বর্ণেন্দুকে ভালবেসেছেন শ্রুতি।

Niranjana Nag

সম্পর্কিত খবর