আইসোলেশনে থাকাকালীনই পিতৃহারা! বাবাকে শেষ দেখাও দেখতে পারলেন না সুরকার বিশাল ডাডলানি

বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুটা একেবারেই ভাল।হল না সুরকার তথা গায়ক বিশাল ডাডলানির (vishal dadlani) জন‍্য। বাবাকে হারিয়েছেন তিনি। ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন মোতি ডাডলানি। করোনা আক্রান্ত হয়ে গত দুদিন ধরেই আইসোলেশনে রয়েছেন বিশাল। এমতাবস্থায় মায়ের পাশেও দাঁড়াতে পারেননি গায়ক। বাবাকে শেষবারের জন‍্য দেখতে না পেয়ে সোশ‍্যাল মিডিয়ায় মনের কষ্ট উপুড় করে দিয়েছেন তিনি।

বাবার একটি হাসিমুখের ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে একটি লম্বা বার্তা দিয়েছেন সুরকার। তাঁর পোস্ট দেখেই জানা গিয়েছে, গত তিন চার দিন ধরে আইসিইউতে ছিলেন বিশালের বাবা। গল ব্লাডারের অস্ত্রোপচারে কিছু গণ্ডগোল হ হওয়ায় আইসিইউতে ভর্তি করতে হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না।

8869f7e2 32de 4bfb 96a2 bf2bd6c1b318
বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন বিশাল। তিনি লিখেছেন, ‘গত রাতে আমার প্রিয় বন্ধু, পৃথিবীর সবথেকে ভাল ও দয়ালু মানুষটাকে হারিয়ে ফেললাম। আমি এর থেকে ভাল বাবা বা ভাল মানুষ, শিক্ষক চাইতে পারতাম না। আমার মধ‍্যে ভাল যা কিছু আছে সবই ওঁর জন‍্য।’

বিশাল আক্ষেপ করেছেন, তিনি করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে যেতে পারেননি। সবথেকে কঠিন সময়ে নিজের মায়ের পাশে দাঁড়াতে পারছেন না তিনি। তবে তিনি জানিয়েছেন তাঁর বোন মন শক্ত রেখে সমস্ত কাজ করছেন। এতটা তিনিও পারতেন না। গায়কের হাহাকার, ‘আমি জানিনা বাবাকে ছাড়া কীভাবে বেঁচে থাকব। আমি কিচ্ছু বুঝতে পারছি না।’

https://www.instagram.com/vishaldadlani/p/CYdF38ilP17/?utm_medium=copy_link

দুদিন আগেই সোশ‍্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান বিশাল। একটি টেস্ট কিটের ছবি শেয়ার করে তিনি সতর্ক করেন, গত দশ দিনে যারাই তাঁর সংস্পর্শে এসেছে যেন পরীক্ষা করিয়ে নেয়। তিনি আরো জানিয়েছেন সম্পূর্ণ করোনা বিধি, সতর্ক ভাবে মেনে চলেও ভাইরাস আক্রান্ত হলেন তিনি। পরপর দু দুটো খারাপ খবরে বিপর্যস্ত হয়ে পড়েছেন বিশাল।


Niranjana Nag

সম্পর্কিত খবর