বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রতিদিন বেড়েই চলেছে করোনা (corona) আক্রান্তের সংখ্যা। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রকে প্রায় টেক্কা দিতে চলেছে পশ্চিমবঙ্গ। এর মাঝে গঙ্গাসাগর মেলা হওয়ার খবরে আরো বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। তৃণমূল সরকারের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে করোনা আক্রান্তদের মুখে হাসি ফোটানোর জন্য। বিশেষ উপহার পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে। বিষয়টা নিয়ে এবার রসিকতায় মাতলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)।
তিনি নিজেও করোনা আক্রান্ত। অসুস্থ ছিলেন আগে থেকেই। সর্দি, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ ছিল। করোনা পরীক্ষা করিয়ে সদ্য হাতে পেয়েছেন রিপোর্ট। বাড়িতেই আপাতত আইসোলেশনে রয়েছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছেন অনেকটা সময়। সেখানেই এই খবরটি শেয়ার করেছেন তিনি। খবর অনুসারে করোনা আক্রান্তদের জন্য প্রায় ১০ হাজারটি ফলের ঝুড়ি সহ সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠানো হয়েছে সরকারের তরফে।
খবরটি শেয়ার করে শ্রীলেখা মজা করে লিখেছেন, ‘দুয়ারে লেবু… আমায় কি পাঠাবে না পাঠাবেনা? কী মনে হয়?’ তারপরেই পেস্ট্রি ভরা বাক্সের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, লেবু পাননি তবে একজন এই পেস্ট্রিগুলো পাঠিয়েছেন। কৃতজ্ঞ অভিনেত্রী কথা দিয়েছেন, সবগুলিই খাবেন।
আইসোলেশনে থেকেও মন ভাল রাখতে নানান পোস্ট, ভিডিও শেয়ার করছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করতে করতেও মজা করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, এমন ভাবে অপেক্ষা কোনো প্রেমিকের জন্যও করেননি। রিপোর্ট হাতে পেয়ে কম কথায় ‘পজিটিভ’ জানিয়ে দিয়েছেন শ্রীলেখা। তবে তিনি জানিয়েছেন, এমনিতে ঠিক আছেন।