নিত্যযাত্রীদের জন্য চরম দুঃসংবাদ! ফের লোকাল ট্রেন বন্ধ হওয়ার তুমুল আশঙ্কা

বাংলাহান্ট ডেস্কঃ সংক্রমণ জোরালো না হলেও, ছড়াচ্ছে দ্রুতগতিতে। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিভিন্ন বিধি নিষেধ। তবে গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজারের বেশি রেলকর্মী। যার ফলে রেল পরিষেবা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কার কালো মেঘ।

বাড়তে থাকা সংক্রমণের মধ্যে বেশ কিছু বিধি নিষেধ জারি করলেও, রেল পরিষেবা এখনও অবধি অব্যাহত রয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল, শেষ ট্রেন ছাড়া হবে সন্ধ্যে ৭ টায়। কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন করে বলা হয় শেষ ট্রেন ছাড়া হবে রাত ১০ টায়, তারপর আর ট্রেন চলবে না। যদিও এই সিদ্ধান্তের ফলে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না আর সাধারণ মানুষকে।

CSMT railway station PTI photo

তবে এবার ট্রেন চলবে কি করে, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, পূর্ব রেলের হাওড়া, মালদহ, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশন সব মিলিয়ে ইতিমধ্যেই প্রায় এক হাজারেরও বেশি কর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। যার মধ্যে রয়েছেন লোকাল ও দূরপাল্লার ট্রেনের চালক, সহকারী চালক, টিটি ছাড়াও আক্রান্তদের বড় অংশই অফিসার পদমর্যাদার কর্মীরা।

এখানেই শেষ নয়, এই পর্বে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারসেডের বেশ কয়েক কর্মী। দক্ষিণ পূর্ব রেলের গার্ডেনরিচ হাসপাতালের প্রায় ১০০ জন স্বাস্থ্যকর্মীও করোনা আক্রান্ত। যার ফলে প্রভাবিত হচ্ছে চিকিৎসা ব্যবস্থাও। তবে এই পর্বে দ্রুত সুস্থ হয়ে গেলেও, সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে বেশ চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ। যার ফলে পরবর্তীতে ট্রেন পরিষেবা নিয়ে বেশ আশঙ্কা দেখা দিচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর