বিবাহিত জীবনের এক মাস, ভিকিকে জাপটে ধরে ছবি শেয়ার করলেন ক‍্যাটরিনা

বাংলাহান্ট ডেস্ক: সময় বয়ে চলে জলের মতো। বিবাহিত জীবনের এক মাস পূর্ণ করে ফেললেন ক‍্যাটরিনা কাইফ (katrina kaif) ও ভিকি কৌশল (vicky kaushal)। গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের ফোর্ট বারওয়ারাতে বসেছিল ভিক‍্যাটের বিয়ের আসর। এক মাস হয়ে গেল তাঁদের বিয়ের। প্রথম মাসের পূর্তি উপলক্ষে স্বামীর সঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন ক‍্যাটরিনা।

ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীকে বুকে জাপটে ধরে রেখেছেন ভিকি। দুজনেই হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক‍্যামেরার দিকে। ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ প্রথম মাস আমার হৃদয়!’ প্রথম মাস পূর্তি উপলক্ষে ভিকি শেয়ার করেছেন তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানের একটি অদেখা ছবি। গানের তালে মঞ্চে আগুন জ্বালাতে দেখা গিয়েছে দুজনকেই। সারা জীবন একসঙ্গে কাটানো বাকি, বার্তা ভিকির।

k9ne932o katrina kaif vicky kaushal mumbai
এই মুহূর্তে আগামী ছবির শুটিংয়ের জন‍্য ইন্দোরে রয়েছেন ভিকি কৌশল। সম্প্রতি স্বামীর সঙ্গে দেখা করার জন‍্য ইন্দোর যেতে দেখা গিয়েছিল ক‍্যাটকে। সেখানেই একসঙ্গে থাকার প্রথম মাইলফলক পার করার সেলিব্রেশনে মেতেছেন ভিক‍্যাট। জুটিকে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বন্ধুবান্ধবরা।

https://www.instagram.com/p/CYf0kAGt94j/?utm_medium=copy_link

সম্প্রতি নিজের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ক‍্যাটরিনা। নিজেদের নতুন বাড়ির প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছেন তিনি। স্বপ্নের নীড়কে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন ভিক‍্যাট। ব‍্যালকনিতে বসে সমুদ্র দেখার জন‍্য নিজের জন‍্য বিশেষ জায়গাও বানিয়ে নিয়েছেন অভিনেত্রী। এই বাড়িরই এক ঝলক দেখা গিয়েছে তাঁর সাম্প্রতিক পোস্টে।

https://www.instagram.com/p/CYgCtoSIvWY/?utm_medium=copy_link

ছবিতে হালকা ক্রিম রঙা সোয়েটার ও শর্টস পরে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন ক‍্যাটরিনা। তবে পোশাক আধুনিক হলেও গলায় মঙ্গলসূত্র পরতে ভোলেননি তিনি। ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নব বিবাহিত ক‍্যাটরিনার দিক থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর