নতুন-পুরনো মিলিয়ে সিরিয়ালের সময়ে অদল বদল, এই সময়ে রিপিট টেলিকাস্ট সহচরী-খুকুমণিদের

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (serial) জন‍্য সবথেকে জনপ্রিয় দুটি চ‍্যানেল হল জি বাংলা এবং স্টার জলসা। কাঁটায় কাঁটায় টক্কর চলতে থাকে দুই চ‍্যানেলের মধ‍্যে। বেশ কয়েক সপ্তাহ ধরে অবশ‍্য জি বাংলাকে বেশ এগিয়ে থাকতে দেখা গিয়েছে সাপ্তাহিক টিআরপি তালিকায়। কোনো মতেই এঁটে উঠতে পারছিল না স্টার জলসা। নিত‍্য নতুন সিরিয়াল এনেও লাভের লাভ কিছুই হচ্ছিল না।

তবে স্টার জলসার হাল ধরেছে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। মামা মামীর খাবারের হোম ডেলিভারির ব‍্যবসা সামলায় সিরিয়ালের নায়িকা খুকুমণি। নিজে হাতে রেঁধে বেড়ে স্কুটিতে করে খাবার পৌঁছে দিতে যায় সে। ঝড় হোক বা বৃষ্টি কখনোই কামাই নেই খুকুমণির। সিরিয়ালের ট‍্যাগলাইন ‘শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো সময় অর্ডার দিন, খাবার পৌঁছে যাবে ৩৬৫ দিন’, একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে খুকুমণি।

Untitled design 2021 11 18T154147.312
এমন ভাবেই সিরিয়াল শুরু হয়েছিল বটে, তবে অন‍্যান‍্য সিরিয়ালের মতো এখানেও অবধারিত ভাবে ঢুকে গিয়েছে বিয়ে পর্ব। গল্পের নায়ক বিহান সিঁদুর পরিয়ে দিয়েছে খুকুমণিকে। প্রথম দিকে ট্রোল হলেও টিআরপিতে তাক লাগিয়ে দিচ্ছে খুকুমণি। শুরুর পর থেকেই চ‍্যানেল সেরা এই সিরিয়াল। প্রতিদিন সন্ধ‍্যা সাড়ে ছটার স্লটে সম্প্রচারিত হয় খুকুমণি হোম ডেলিভারি।

তবে যদি কোনোদিন মিস করে যান সিরিয়ালটি সেক্ষেত্রে পরের দিন সকাল সাড়ে নটা ও দুপুর একটার সময়ে আবারো সম্প্রচারিত হবে এই সিরিয়াল। তাই চিন্তার কোনো কারণই নেই। স্টার জলসার আরেকটি অপেক্ষাকৃত নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বয়সের বেড়াজাল ডিঙিয়ে অসমবয়সী বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছে দর্শকদের।

Ay Tobe Sohochori
প্রতিদিন রাত নটার স্লটে সম্প্রচারিত হয় এই সিরিয়াল। ওইদিনই ফের রাত একটা, পরের দিন ভোর চারটে এবং বিকেল সাড়ে চারটের স্লটে রিপিট টেলিকাস্ট হয় এই সিরিয়ালের। টিআরপি তালিকায় সেরা দশের মধ‍্যে তেমন ভাবে জায়গা করে নিতে না পারলেও জনপ্রিয়তা কম নেই তিথি রুদ্রিক জুটির। হ‍্যাঁ, ঠিক ধ‍রেছেন! ‘বরণ’ সিরিয়ালের কথাই হচ্ছে। এমনিতে বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হয় এই সিরিয়াল। ওইদিনই রাত সাড়ে ১২ টা, পরদিন ভোর ছটা ও সকাল সাড়ে দশটাতেও দেখতে পারবেন এই সিরিয়ালের রিপিট টেলিকাস্ট।


Niranjana Nag

সম্পর্কিত খবর