বাংলা হান্ট নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিক ২০২০ (২০২১-এ অনুষ্ঠিত) থেকে স্বর্ণপদক জিতে দেশের গৌরব এনে দেওয়া নীরজ চোপড়া একটি বিশেষ সম্মান পেলেন। ভারতের ডাক বিভাগ হরিয়ানার পানিপথের নীরজ চোপড়ার গ্রামে একটি সোনালি রঙের পোস্ট বক্স বসানো হয়েছে, যাতে নীরজের নামও লেখা রয়েছে। এই পোস্ট বক্সের ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। অনেক কর্মকর্তা এবং অনুরাগী এই ছবিটি শেয়ার করেছেন, যার উপর ভারতীয় ডাক বিভাগ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।
হরিয়ানার খান্দারা গ্রামে এই সোনালি রঙের পোস্ট বক্সের উপরে লেখা আছে “শ্রী নীরজ চোপড়া, টোকিও অলিম্পিক ২০২০ সালের স্বর্ণপদক জয়ী জ্যাভলিন নিক্ষেপের কীর্তির প্রতি সম্মানে। এই পোস্ট বক্সটি নেটিজেনরা খুবই পছন্দ করছেন এবং অনবরত শেয়ার করে চলেছেন।
তবে নীরজ চোপড়া এইমুহূর্তে ভারতে নেই। তিনি নিজে এইমুহূর্তে আমেরিকায় রয়েছেন। সেখানে তিনি ইতিমধ্যেই পরবর্তী অর্থাৎ প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করেছেন। নীরজ চোপড়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলনের একটি ভিডিও পোস্ট করছেন, যাতে তার জিম ওয়ার্ক আউটের ছবি রয়েছে।
নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার থ্রো করে ইতিহাস তৈরি করেছিলেন এবং ব্যক্তিগত স্তরের খেলায় অলিম্পিক সোনা জেতা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়েছিলেন। সোনা জেতার পর থেকে নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপন জগতে প্রবেশ করেছেন। মাঝেমধ্যেই তাকে টিভিতে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে দেখা যায়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা