‘আর যমের অরুচি নই’, করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে রসিকতা স্বস্তিকার, আক্রান্ত প্রসেনজিৎও!

বাংলাহান্ট ডেস্ক: আরো দীর্ঘায়িত হল টলিউডে করোনা আক্রান্তের তালিকা। নতুন করে করোনা (corona) আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (prosenjit chatterjee) ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় (swastika mukherjee)। সোশ‍্যাল মিডিয়ায় দুজনেই ভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

সোজা সাপটা ভাবে কম কথায় করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’। অভিনেতা লিখেছেন, ‘দূর্ভাগ‍্যবশত, আমি করোনা পজিটিভ হয়েছি। চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব।’

1562730210 prosenjitsocial
অপরদিকে বেশ অন‍্য রকম ভাবে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন স্বস্তিকা। মজার সুরে তিনি লিখেছেন, ‘শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিষ্টে নেই।’ উল্লেখ‍্য, দীর্ঘ লকডাউন এবং করোনার তৃতীয় ঢেউয়ের সময়ে সোশ‍্যাল মিডিয়াকে অস্ত্র বানিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। নিয়মিত ভাবে অক্সিজেন ও হাসপাতালের বেডের খোঁজ দিয়ে গিয়েছেন।

 

সতর্কতা ও সুরক্ষার দিকেও ঢিলেমি দেননি এতটুকু। বাড়িতেও মাস্ক পরে নাচের ভিডিও বানাতে দেখা গিয়েছিল তাঁকে। সব রকম সতর্কতা অবলম্বন করেও শেষমেষ করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী। অনুরাগীরা প্রার্থনা করেছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

https://www.instagram.com/p/CYnxvUbh_UO/?utm_medium=copy_link

 

২০২২ এ টলিউড তারকাদের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। সৃজিত মুখোপাধ‍্যায়, জিৎ গঙ্গোপাধ‍্যায়, দেব, রুক্মিনী মৈত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ‍্যায়, পার্নো মিত্র, মিমি চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, বনি সেনগুপ্ত তালিকাটা ক্রমে বেড়েই চলেছে।

799618 swastika mukherjee 5
যদিও আশার কথা, অনেকেই সুস্থও হয়ে উঠছেন। মাত্র দিন কয়েকেই সুস্থতার খবর জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দার্জিলিং গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কয়েক দিন বাড়িতে আইসোলেশনে থেকেই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে গিয়েছেন অভিনেত্রী। কাজে ফেরার কথাও জানিয়েছেন তিনি। সুস্থতার দিকে এগোচ্ছেন রাজ শুভশ্রীও।

Niranjana Nag

সম্পর্কিত খবর