বাংলার পুনরাবৃত্তি! স্বামী প্রসাদের পর যোগীর আরও এক মন্ত্রীর ইস্তফা

বাংলা হান্ট ডেস্কঃ পুরো তাসের ঘরের মতো হয়ে গিয়েছে উত্তর প্রদেশ বিজেপির অবস্থা। একের পর এক নেতা মন্ত্রী ঠিক ভোটের আগে দল ছেড়ে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়েই চলেছেন। ঠিক একই রকম চিত্র দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে নির্বাচনে আগে। তখনও একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছিলেন। তবে, বিজেপি না জেতায় তাঁরা আবার ভোটের পর সেই তৃণমূলেই ফিরে গিয়েছেন।

২০২২-এ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগেও ঠিক এমনই চলছে দল বদলের খেলা। গতকাল স্বামী প্রসাদ মৌর্যের পর বিজেপির আরও এক বিধায়ক দারা সিং চৌহান (Dara Singh Chauhan) দল থেকে পদত্যাগ করেছেন। তিনি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখাও করেছেন। পদত্যাগের পর দারা সিং চৌহান বলেছেন যে, তিনি শীঘ্রই তার সমর্থকদের সাথে দেখা করবেন এবং ভবিষ্যতের জন্য একটি কৌশল তৈরি করবেন।

দারা সিং চৌহান দুবার রাজ্যসভা ও একবার লোকসভার সাংসদ হয়েছেন। বর্তমানে তিনি মৌ জেলার মাগুবন ​​আসনের বিধায়ক। বিজেপি ছাড়ার বিষয়ে দারা সিং চৌহান বলেন, ‘মানুষ প্রশ্ন তুলবে, আপনি মালাই খেতেই থাকুন। কিন্তু সত্য হলো, এই সরকার পিছিয়ে পড়া মানুষের জন্য ৫ বছরে কিছুই করেনি। পুরো সমাজের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেব। সমাজ যা বলবে, সেটা শুনেই সিদ্ধান্ত নেব।”

দল থেকে দারা সিং চৌহানের পদত্যাগের পরে, উত্তর প্রদেশের ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি চৌহান। কেশব প্রসাদ মৌর্য টুইট করে বলেছেন, ‘পরিবারের কোনো সদস্য বিপথে গেলে কষ্ট হয়। দল ছেড়ে যাওয়া সম্মানিত গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি শুধু অনুরোধ করব, ডুবন্ত নৌকায় চড়লে তাঁদেরই ক্ষতি হবে। বড় ভাই শ্রী দারা সিং জি, আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর