সিঁথিভর্তি সিঁদুর, নববিবাহিত কনের সাজে ভাইরাল শ্রাবন্তীর ভিডিও, পাশে উধাও বর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনুরাগীদের চমক দিতে ভালবাসেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। আগাগোড়া অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে থাকতে হঠাৎ করে রাজনীতিতে নাম লেখানোয় চমকে গিয়েছিলেন শ্রাবন্তী ভক্তরা। রাজনীতিতে নাম লেখানোর পরপরই চতুর্থ প্রেমিকের গুঞ্জন প্রকাশ‍্যে আসে অভিনেত্রীর। এখন রাজনীতিকে বিদায় জানিয়েছেন ঠিকই, তবে তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়ে চর্চা এখনো অব‍্যাহত।

এর মাঝেই শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখলে অবাক তো লাগবেই। হ‍্যাঁ, সোশ‍্যাল মিডিয়ায় এমনি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। লাল বেনারসী, গয়না, গলায় মালা, মাথায় মুকুট আর সিঁথি ভর্তি সিঁদুর। আচমকা এমন ভিডিও দেখলে চমক লাগারই কথা।


তবে জানিয়ে রাখি, এর সঙ্গে বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই। হ‍্যাঁ, ঠিকই ধরেছেন। সবটাই ঘটেছে ক‍্যামেরার নেপথ‍্যে। আগামী ছবির শুটিং করছিলেন শ্রাবন্তী। শুটের ফাঁকেই তুলেছেন এই ভিডিও। বাঙালি কনের সাজে নিজেকে কেমন লাগে সেটা অনুরাগীদের দেখানোর উদ্দেশেই এই বিশেষ ভিডিও। ক‍্যামেরা একটু ঘোরাতেই চোখে পড়ে ক‍্যামেরা ও ছবির। কলাকুশলীদের। আর মধ‍্যমণি হয়ে হাসিমুখে বসে শ্রাবন্তী।

এমন চমক অবশ‍্য আগেও দিয়েছেন অভিনেত্রী। তবে তখন তাঁর পাশে বর বেশে দেখা গিয়েছিল অভিনেতা ওম সাহানিকে। ডিজাইনার ধুতি পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় মালা পরে ‘স্ত্রী’ শ্রাবন্তীর কাঁধে হাত দিয়ে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছিলেন তিনি। নতুন ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ওম শ্রাবন্তী। তারই লুক টেস্টের একটি ভিডিও প্রকাশ‍্যে এনেছিলেন অভিনেত্রী।


একটি হরর থ্রিলার ছবিতে দেখা যাবে ওম শ্রাবন্তীকে। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এর আগে একই ছবিতে অভিনয় করলেও দুজনের জুটি বাঁধা এই প্রথম। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারন মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথম বার গল্পটি শুনে চমকে গিয়েছিলেন।

X