বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই খারাপ খবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)। একসঙ্গে দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হয়েছিলেন দুজনেই। রিপোর্ট হাতে পাওয়া মাত্রই ছোট্ট ছেলের থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেদের। একটি ঘরে আইসোলেশনে ছিলেন রাজ শুভশ্রী। অন্য ঘরে ইউভান (yuvaan)। ছেলের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলতে ছিল শুধু ভিডিও কল।
অবশেষে সাত দিনের আইসোলেশন উঠল রাজশ্রীর। করোনা নেগেটিভ দুজনেই। আইসোলেশন থেকে বেরিয়েই তাই ছেলেকে কোলে তুলে নিয়েছেন পরিচালক বিধায়ক। ইউভানকে এতদিন পর কাছে পেয়ে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন রাজ। বাবার আদরের অত্যাচার সহ্য করেও মুখ বুজে ক্যামেরার দিকে তাকিয়ে ইউভান।
ক্যাপশনেও ছেলের জন্য আদর উপচে পড়েছে বাবার। লিখেছেন, ‘চটকে খেয়ে নেব’! এতদিন পর ইউভানকে কাছে পেয়েছেন, মন ভরে আদর না করলে চলে? এতদিন আলাদা আলাদা ঘরে বসে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেছেন রাজশ্রী। সেই ভিডিও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CYqJ_JDJ2TF/?utm_medium=copy_link
আদুরে গলায় ছেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল শুভশ্রীকে। ভিডিও কলেই একরত্তিকে দু চোখ ভরে দেখে নিয়েছেন তিনি। পাশাপাশি ইতিবাচক থাকতে নিয়ম করে যোগাসনও করেছেন অভিনেত্রী। আইসোলেশন উঠলেও শরীরচর্চা বন্ধ করেননি তিনি। দুর্বল শরীরেই কসরত চালিয়ে যাচ্ছেন শুভশ্রী।
সম্প্রতি ইউভানের একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। অ্যাপার্টমেন্টের প্লে গ্রাউন্ডে আপন মনে দৌড়াতে, মাঠের ঘাস ছিঁড়তে দেখা গিয়েছে রাজ পুত্রকে। ক্যাপশনে পরিচালক বিধায়ক লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে খেলা যাবে না, বাইরে যাওয়া যাবে না, মা বাবার সঙ্গেও দেখা করা যাবে না, এত শত নিষেধাজ্ঞা! সবকিছু ঠিক হয়ে যাক, সবাই সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি।’
ইউভানের বয়স মোটে এক বছর। এর মধ্যেই দু দু বার মায়ের থেকে দূরে থাকতে হয়েছে ইউভানকে। একা ঘরে বন্দি থাকতে থাকতে শিশু মনেও তার প্রভাব পড়ে। যে বয়সে বাচ্চাদের দৌড়ে, খেলে বেড়ানোর কথা। সমবয়সী শিশুদের সঙ্গে হুটোপুটি করার কথা, সেখানে ইউভান বন্দি চার দেওয়ালের মধ্যে। ছেলের মনের কষ্ট ছুঁয়ে গিয়েছে বাবা রাজ চক্রবর্তীকেও।