বাংলাহান্ট ডেস্ক: বলিউড জয় করার পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অজয় দেবগণ (ajay devgan)। ‘আর আর আর’ ছবিতে ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও দক্ষিণী ছবি ‘কৈথি’র হিন্দি রিমেক বানাতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে বলেই খবর। নতুন সফর শুরু করতে চলেছেন। শুভ সূচনার জন্য এবার কেরলের শবরীমালা মন্দিরে পুজো দিলেন অজয়। তাও আবার রীতিমতো কঠোর সাধনা করে, সংষ্কার মেনে।
শোনা যাচ্ছে, তীর্থযাত্রা শুরু করার এক মাস আগে থেকেই নাকি কৃচ্ছ্রসাধন শুরু করেছিলেন অভিনেতা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শবরীমালা মন্দিরে পুজো দেওয়ার আগে কঠোর সাধনা করেছেন অজয়। ১১ দিন ধরে মাটিতে চাটাই পেতে শুয়েছেন তিনি। কালো পোশাক পরেছেন, দিনে দুবার করে ভগবান আয়াপ্পাকে পুজো করেছেন তিনি।
শুধু তাই নয়। এতদিন ধরে শুধু নিরামিষ খাবার খেয়েছেন অজয়। পেঁয়াজ রসুন ছাড়া, যাকে বলে সাত্ত্বিক আহার। যেখানেই গিয়েছেন খালি পায়ে হেঁটে গিয়েছেন অজয়। কোনো সুগন্ধি ব্যবহার করেননি, এমনকি মদ অবধি ছোঁননি। এছাড়াও এক মাস নখ, দাঁড়ি, চুল কিচ্ছু কাটেননি অভিনেতা।
জানা যাচ্ছে, দক্ষিণী ছবি ‘কৈথি’র রিমেক ছবিতে অভিনয় করতে চলেছেন অজয়। মূল চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে বলে খবর। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, হিন্দি রিমেকটির নাম রাখা হয়েছে ‘ভোলা’।
Ajay Devgn visited the Sabarimala temple in Kerala with Bollywood’s go-to astrologer Balu Munnangi..@Ajaydevgn @MunnangiBalu pic.twitter.com/c5zig4PAFB
— 🖤KajolloveloveAjay❤️ (@kajollovelove) January 7, 2022
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল ‘আর আর আর’ ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য মোট ৩৫ কোটি টাকা নিয়েছেন অজয়। ৭ দিনের শুটিংয়ের জন্য এই পারিশ্রমিক নিয়েছেন তিনি। কিন্তু এত ছোট দুটি চরিত্রের জন্য এই পরিমাণ পারিশ্রমিক কেন দেওয়া হচ্ছে বলিউড তারকাকে? সূত্রের দাবি, দক্ষিণ ভারতে ছবি আপন দমে চললেও উত্তর ভারতে ব্যবসা করার জন্য আলিয়া, অজয়ের মতোই নাম দরকার। তাই এই ব্যবস্থা। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি অভিনেতা।