বাংলাহান্ট ডেস্ক: হিন্দি ছোটপর্দার দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে প্রথম দিকেই থাকবেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। ‘পবিত্র রিশতা’তে অর্চনার চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন তিনি। তাঁর আরো একটি পরিচয় রয়েছে, তিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। যদিও সে পরিচয় এখন অতীত। গত বছরেই ধুমধাম করে নতুন প্রেমিক ভিকি জৈনকে (vicky jain) বিয়ে করেছেন তিনি। বিয়ের পর এটাই তাঁর প্রথম মকর সংক্রান্তি।
মরাঠি পরিবারে বিয়ে হয়েছে অঙ্কিতার। নিষ্ঠাভরে নিয়ম মেনে মকর সংক্রান্তির প্রথা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। লাল ও সোনালি পাড়ের কালো শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে কিছু ট্র্যাডিশনাল গয়না ও মঙ্গলসূত্র পরে সেজেছেন অঙ্কিতা। নিজেদের মিস্টার ও মিসেস জৈন বলে সম্বোধন করে সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
গত বছরের ১৪ ডিসেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল অঙ্কিতা ভিকির বিয়ের আসর। ছক ভেঙে সোনালি লেহেঙ্গায় সেজে সাতপাক ঘোরেন তিনি। নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করেছেন অঙ্কিতা ভিকি। বিয়েতে দু হাত ভরে উপহার দিয়েছেন অতিথিরা। সেসব উপহারের লিস্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় আমজনতার।
https://www.instagram.com/lokhandeankita/reel/CYvX1h6l36b/?utm_medium=copy_link
সুন্দরী স্ত্রীকে কোটি টাকার একটি উপহার দিয়েছেন ভিকি। পেশায় ব্যবসায়ী ভিকি একটি বিলাসবহুল ভিলা উপহার দিয়েছেন অঙ্কিতাকে। মুম্বইতে নয়, এই ব্যক্তিগত ভিলা রয়েছে এই মুহূর্তের সবথেকে ট্রেন্ডিং ডেস্টিনেশন মালদ্বীপে। সেখানকার একটি দ্বীপে স্ত্রীকে ভিলা কিনে দিয়েছেন ভিকি। জানা যাচ্ছে, এই ভিলার দাম প্রায় ৫০ কোটি টাকা।
কম যান না অঙ্কিতাও। হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী স্বামীকে একটি পার্সোনালাইজড ইয়ট কিনে দিয়েছেন। বিলাসবহুল এই প্রমোদতরীর দামও নেহাত কম নয়, আনুমানিক ৮ কোটি টাকা! বিয়ের ঠিক আগে আগেই পায়ে চোট পেয়েছিলেন অঙ্কিতা। তবে সৌভাগ্যবশত তেমন গুরুতর ছিল না আঘাত। ব্যান্ডেজ করা পা নিয়ে শুধু বিয়েই করেননি অঙ্কিতা, চুটিয়ে নেচেওছিলেন।