বয়স বাড়লে চিন্তা নেই, ৬০ বছর হলেই পেয়ে যান রাজ্যের জয় বাংলা পেনশন প্রকল্পের সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: ২০২০ সালের ১ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন “জয় বাংলা” পেনশন প্রকল্পের। এই প্রকল্পের আওতায় রাজ্যে বসবাসকারী অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতির মানুষদের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়।

পাশাপাশি, এই প্রকল্পে বিশেষ ভাবে সক্ষম মানুষদেরও পেনশন দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। ফলে অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের আর্থিক নিরাপত্তা প্রদানে জয় বাংলা পেনশন স্কিমের গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রতিবেদনে এই প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।

এই প্রকল্পের অধীনে মোট তিনটি স্কিম অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল তপশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক। স্কিমগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছরের বেশি হতে হবে। পাশাপাশি, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও হতে হবে।

তবে, জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। স্বাভাবিকভাবেই, আবেদনকারীর নাম BPL তালিকায় থাকতে হবে। এছাড়াও, যদি কেউ রাজ্য সরকারের অন্য কোনো পেনশন স্কিমের অধীনে থাকেন তাহলে সেই ব্যক্তি এই পেনশন স্কিমে আবেদন করতে পারবেন না।

এই প্রকল্পে আবেদনের আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। এই প্রকল্পের আবেদন অফলাইনে করতে হয়। তবে “জয় বাংলা” পেনশন স্কিমের জন্য তৈরি করা হয়েছে একটি পোর্টাল। সেখানে গিয়ে নিজের আবেদনের বিষয়ে বেশ কিছু তথ্য দেখতে পারবেন আবেদনকারীরা।

সরকারের তরফে জানানো হয়েছে যে, এই পেনশন প্রকল্পের মাধ্যমে প্রায় ২১ লক্ষ মানুষ উপকৃত হবেন। বিধবা এবং বিশেষভাবে সক্ষমরাও এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারেন।

MONEY IN HANDS

জয় জোহার প্রকল্পের মাধ্যমে যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন এবং তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা ৬০০ টাকা করে পাবেন। টাকা সরাসরি পেনশন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই যাঁরা আবেদন করবেন তাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অবশ্যই বাধ্যতামূলক।

এই প্রকল্পে আবেদন করতে গেলে যেসমস্ত ডকুমেন্টস গুলি প্রয়োজন হয় সেগুলি হল: পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জাতি শংসাপত্রের জেরক্স, আধার ও রেশন কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, নিজের সই করা ইনকাম সার্টিফিকেট এবং রেসিডিন্সিয়াল সার্টিফিকেটের একটি করে জেরক্স এবং ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স।

এই প্রকল্পে আবেদন করার পর থেকে টাকা পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। তবে আবেদন করার পর সেই আবেদন পত্র যাচাই করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ভেরিফিকেশন প্রসেস বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই অ্যাকাউন্টে টাকা জমা পড়ে।

এছাড়াও, আবেদনকারীরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে https://jaibangla.wb.gov.in/login এই ওয়েবসাইটে ক্লিক করে বিশদে জানতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর