মাত্র ৫৬ রানে খোয়াতে হলো শেষ ৯ উইকেট, অ্যাশেজে ৪-০ ফলে বিধ্বস্ত হলো ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হোবার্টে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে রবিবারই ইংল্যান্ডকে হারিয়ে ৪-০ ফলে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। দিন রাতের এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া তাদের বোলারদের নৈপুণ্যে ১৪৬ রানে জিতেছে। চতুর্থ ইনিংসে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল কিন্তু সফরকারী দলের ব্যাটিং আবারও হতাশ করে এবং তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রানেই শেষ হয়ে যায়। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে ইংল্যান্ড ড্র করলেও পঞ্চম টেস্টে তারা আবারও হেরে যায়।

team australia

অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচের চতুর্থ ইনিংসে বোলারদের অকল্পনীয় দাপট দেখা গিয়েছে। তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন। উইকেট পেয়েছেন দিয়েছেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৬ রান করেন জ্যাক ক্রাউলি। অপর ওপেনার ররি বার্নস করেন ২৬ রান। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ট্রাভিস হেডের শতরানের দৌলতে ৩০৩ রান করেছিল তারা। ইংল্যান্ড এরপর ১৮৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ১৫৫ রানে অল আউট করে দেয়। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে যে টার্গেট দিয়েছিল তা অর্জন করতে ইংলিশ দলের হাতে অনেক সময় ছিল। তাদের আড়াই দিন ছিল। এবার ইংল্যান্ডের উদ্বোধনী জুটিও তাকে জোরালো সূচনা এনে দেয়। কিন্তু তারপরও জয় দিয়ে সিরিজ শেষ করতে পারেনি ইংল্যান্ড।

ইংল্যান্ড ওপেনার বার্নস ও ক্রাউলি প্রথম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। বার্নসকে আউট করে এই জুটি ভাঙেন ক্যামেরুন গ্রিন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। অধিনায়ক জো রুট মাত্র ১১ রান করে আউট হন। শেষপর্যন্ত ৬৮-০ থেকে ১২৪ রানে অলআউট হয়ে যায় তারা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর