গল্প নয় সত্যি! গরুর পেট থেকে বের হল ১৮ গ্রাম সোনা, গোবরের মধ্যে মিলল অমূল্য রতন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের গ্রামাঞ্চলে বহু পরিবারই বাড়িতে গরু পোষেন। অত্যন্ত শান্ত স্বভাবের এই গৃহপালিত প্রাণী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। বিভিন্ন পুজোপার্বনের সময়ে বিশেষ করে দীপাবলির দিকে গরুকে ভালোভাবে সাজিয়ে পুজোও করা হয় অনেক রাজ্যে।

তবে, বর্তমান প্রতিবেদনে যেটা জানতে পারবেন তা শুনলে অবাক হবেন আপনিও! একটি গরুকে ভালোভাবে সাজাতে গিয়েই ঘটে বিপত্তি! সেটি গিলে ফেলে আস্ত একটি সোনার চেন। শুধু তাই নয়, টানা ৩৫ দিন পর তা মেলে গোবর থেকে। অবাক করা এই কান্ড ঘটেছে কর্ণাটকের এক কৃষক পরিবারে।

জানা গিয়েছে যে, শ্রীকান্ত হেগরে এবং তাঁর স্ত্রী, পুজো করার আগে গরু এবং বাছুরকে ফুলের গয়না পরিয়েছিলেন। পাশাপাশি একটি সোনার চেনও পরানো হয়েছিল গরুটিকে। তারপরে পূজার পরের দিন ওই দম্পতি যখন সোনার চেন খুঁজতে যান তখন তারা সেই চেন খুঁজে পাচ্ছিলেন না। পরে তাঁরা বুঝতে পারেন যে, ফুলের মালা খেতে খেতে সোনার চেনটিও খেয়ে ফেলেছে ওই গরুটি। তারপর থেকেই শুরু হয়ে যায় হুলুস্থুল কাণ্ড। বিপাকে পড়েন ওই দম্পতিও।

cow chain

এমতাবস্থায় তাঁরা গরুটির নিয়মিত গোবর পরীক্ষা করতে শুরু করেন। ৩৫ দিন ধরে একইভাবে গোবরের দিকে নজর রাখার পরেও মেলেনি ওই চেন। শেষে চিকিৎসক এসে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে জানান যে, গরুটি সত্যিই সোনার চেনটি গিলে ফেলেছে। স্বাভাবিকভাবেই, ওই চেন কিভাবে গরুটির পেট থেকে বেরোবে তা নিয়ে উতলা হতে থাকেন সবাই। পরে চিকিৎসকের সৌজন্যে স্ক্যান করে গরুটির পেট থেকে সেই চেন বের করা হয়।

যদিও, চেনটি বার করার পর অদ্ভুত এক ঘটনা লক্ষ্য করেন সবাই। দেখা যায় যে, মোট ২০ গ্রাম ওজনের ওই সোনার চেনটি ২ গ্রাম কমে ১৮ গ্রামের হয়ে গিয়েছে। তবে, শেষপর্যন্ত গরুটির পেট থেকে চেনটি বেরিয়ে যেতে সোনার চেনের ওজন কমার দুঃখ ভুলেছেন ওই কৃষক দম্পতি। পাশাপাশি, তাঁরা জানিয়েছেন এই পুরো ঘটনায় যথেষ্ট বেগ পেতে হয়েছে গরুটিকে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর